বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেখ কামালকে মাদার তেরেসা পুরস্কার উৎসর্গ করলেন তরফদার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৫ ০৫ ০২  

শেখ-কামালকে-মাদার-তেরেসা-পুরস্কার-উৎসর্গ-করলেন-তরফদার

শেখ-কামালকে-মাদার-তেরেসা-পুরস্কার-উৎসর্গ-করলেন-তরফদার

ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬ আগস্ট ভারত থেকে ‘মাদার তেরেসা’ আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হন তরফদার রুহুল আমিন। ক্রীড়াঙ্গনে এমন বিরল সম্মাননা স্মারকটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালকে উৎসর্গ করেছেন তরফদার রুহুল আমিন।

পুরস্কারপ্রাপ্তির ২০ দিনের মাথায় জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের ব্যানারে বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তরফদার রুহুল আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশের যত ক্রীড়া ফেডারেশন আছে- সেসব ফেডারেশনের সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠন করা হয়েছে দেশের অন্যতম বড় ক্রীড়া সংগঠন জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। তরফদার রুহুল আমিন বৃহস্পতিবার সেসব ফেডারেশনের কর্তাদের দ্বারাই সংবর্ধিত হলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ছাড়াও কাবাডি, আরচারি, অ্যাথলেটিকস, জুডো, কারাতে, বক্সিং, সাঁতার, দাবা, ভলিবল, হ্যান্ডবল, ভারোত্তোলন, উশু, খো খো, রেসলিং, বাশাআপ, মহিলা ক্রীড়া সংস্থা ছাড়াও বিভিন্ন জেলার ডিএফএর সভাপতি, সাধারণ সম্পাদকরা, সাবেক ফুটবলার, ক্লাব কর্তারাসহ ক্রীড়াঙ্গনের সর্বস্তরের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী