রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুরুর বিপদ কাটিয়ে লড়ছে নামিবিয়া

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ১১ ১১ ০১  

শুরুর-বিপদ-কাটিয়ে-লড়ছে-নামিবিয়া

শুরুর-বিপদ-কাটিয়ে-লড়ছে-নামিবিয়া

শ্রীলংকার সঙ্গে নামিবিয়ার পার্থক্য আকাশ পাতাল। মাঠের লড়াইয়েও সেই আভাস পাওয়া গেলো। স্পষ্ট হয়ে উঠলো পার্থক্যের চিত্র। লংকান বোলিংয়ের সামনে শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে দলটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নামিবিয়ার সংগ্রহ ১২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮১ রান।

টি-২০ বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তাতে টস হেরে ব্যাটিং করতে নেমে বিপদে পড়ে নামিবিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলংকাকে ব্রেক থ্রু এনে দেন দুষ্মন্তে চামিরা। ৬ বলে ৩ রান করা মাইকেল ফন লিংগেনকে ফেরান তিনি।

পরের ওভারেই প্রসাদ মাধুশানের বলে ক্যাচ তুলে দেন আরেক ওপেনার ডিভান লা কুক। তাতে মাত্র ১৬ রানেই দুই উইকেট হারিয়ে বসে নামিবিয়া। ৫ম ওভারে গিয়ে তাদের তৃতীয় উইকেটের পতন ঘটান চামিকা করুনারত্নে। ১২ বলে ২০ রান করে আউট হন নিকোল লফটি ইটন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নামিবিয়ার সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেটে ৫৯ রান। বয়াত হাতে লড়ছেন স্টিফেন বার্ড এবং জেরার্ড এরাসমাস। বার্ড ১৫ ও এরাসমাস ব্যাটিং করছেন ১১ রান নিয়ে।

Provaati
    দৈনিক প্রভাতী