সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুরু হলো টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম আপ পর্ব

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১২ ১২ ০২  

শুরু-হলো-টি-২০-বিশ্বকাপের-ওয়ার্ম-আপ-পর্ব

শুরু-হলো-টি-২০-বিশ্বকাপের-ওয়ার্ম-আপ-পর্ব

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের মূল লড়াইয়ে নামার আগে আজ থেকে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামছে অংশগ্রহণকারী দলগুলো।

প্রথম দিন রয়েছে দু’টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে লড়বে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাত। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। দু’টি ম্যাচই হবে মেলবোর্নে।

আজ শ্রীলংকা ও জিম্বাবুয়ের মাঠে নামার কথা ছিল। কিন্তু জিম্বাবুয়ের ভ্রমন সূচিতে পরিবর্তন হওয়ায় এই ম্যাচের সূচিতেও পরিবর্তন হয়েছে। এই ম্যাচটি হবে ১১ অক্টোবর।

১০ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সর্বমোট ১৫টি প্রস্তুতিমূলক ম্যাচ হবে। প্রথম রাউন্ডের দলগুলো ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও জাংশন ওভালে নিজেদের ওয়ার্ম আপ ম্যাচ খেলবে।

আর সুপার টুয়েলভ নিশ্চিত করা দলগুলো ব্রিসবেনে ১৭ ও ১৯ অক্টোবর নিজেদের ওয়ার্ম আপ ম্যাচে গা গরম করবে।  

আসন্ন আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। সুপার টুয়েলভে নামার আগে দু’টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা। আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যথাক্রমে ১৭ ও ১৯ অক্টোবর খেলবে বাংলাদেশ।

১৬ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে। প্রথম রাউন্ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লড়বে শ্রীলংকা-নামিবিয়া এবং নেদারল্যান্ডস-সংযুক্ত আরব আমিরাত।

২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ। সুপার টুয়েলভের প্রথম দিন দু’টি ম্যাচ রয়েছে। সেখানে লড়বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এবং আফগানিস্তান-ইংল্যান্ড।

২৪ অক্টোবর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিপক্ষে।

টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম-ম্যাচের সূচি:

১০ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত, জাংশন ওভাল

১০ অক্টোবর: স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, জাংশন ওভাল

১১ অক্টোবর: শ্রীলংকা-জিম্বাবুয়ে, এমসিজি

১১ অক্টোবর: নামিবিয়া-আয়ারল্যান্ড, এমসিজি

১২ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস, এমসিজি

১৩ অক্টোবর: জিম্বাবুয়ে-নামিবিয়া, জাংশন ওভাল

১৩ অক্টোবর: শ্রীলংকা-আয়ারল্যান্ড, জাংশন ওভাল

১৩ অক্টোবর: স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত, এমসিজি

১৭ অক্টোবর: অস্ট্রেলিয়া-ভারত, গাব্বা

১৭ অক্টোবর: নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড

১৭ অক্টোবর: ইংল্যান্ড-পাকিস্তান, গাব্বা

১৭ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ, অ্যালান বোর্ডার ফিল্ড

১৯ অক্টোবর: আফগানিস্তান-পাকিস্তান, গাব্বা

১৯ অক্টেবার: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড

১৯ অক্টোবর: নিউজিল্যান্ড-ভারত, গাব্বা

Provaati
    দৈনিক প্রভাতী