মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুভকামনা জানিয়ে মুশফিক লিখলেন, বিশ্বকাপেও জয়ের এই অভ্যাস থাকবে

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

শুভকামনা-জানিয়ে-মুশফিক-লিখলেন-বিশ্বকাপেও-জয়ের-এই-অভ্যাস-থাকবে

শুভকামনা-জানিয়ে-মুশফিক-লিখলেন-বিশ্বকাপেও-জয়ের-এই-অভ্যাস-থাকবে

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে কিছুদিন আগেই অবসর নিয়েছেন। তবে দলের খেলারখোজখবর নিয়মিতই রাখেন তিনি। তাই যেন মঙ্গলবার দলের জয়ে জানিয়েছেন শুভকামনা। একই সঙ্গে অভিনন্দনও জানালেন বাংলাদেশ দলকে।

দুবাইয়ে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-২০ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এমন জয়ের পরই মুশফিক জানিয়েছেন শুভেচ্ছা বার্তা।

নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পোস্টে দলের প্রতি মুশফিক নিজের চাওয়া-পাওয়ার কথা জানিয়েছেন। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-২০ বিশ্বকাপেও এই জয়ের ধারা বজায় রাখবে বলেও বিশ্বাস এই উইকেটকিপার ব্যাটারের।

মুশফিক তার পোস্টে লিখেছেন, ‘সিরিজ জেতায় সবাইকে অভিনন্দন। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই জয়টা খুব জরুরী ছিল। আশা করি আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-২০ বিশ্বকাপেও জয়ের এই অভ্যাস বজায় থাকবে। ওয়েল ডান টিম। আলহামদুলিল্লাহ।’

এদিকে আজ বুধবার সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পোঁছানোর পর দলের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, দুবাইয়ের অনুশীলন দলের সকলকে বিশ্বকাপ আসরে আত্মবিশ্বাসী করে তুলবে।

Provaati
    দৈনিক প্রভাতী