সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশুর সর্বনাশের পর শ্বাসরোধে হত্যা, সেই রিকশাচালক গ্রেফতার

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০২ ০২ ০২  

শিশুর-সর্বনাশের-পর-শ্বাসরোধে-হত্যা-সেই-রিকশাচালক-গ্রেফতার

শিশুর-সর্বনাশের-পর-শ্বাসরোধে-হত্যা-সেই-রিকশাচালক-গ্রেফতার

চট্টগ্রাম নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে রিকশাচালক মো. ওসমান হারুন মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের ডিসি (বন্দর) শাকিলা সুলতানা। এর আগে, বুধবার রাতে নগরের ডবলমুরিং থানার বেপারি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিসি জানান, ১৭ সেপ্টেম্বর বিরিয়ানি খাওয়ানোর কথা বলে শিশু সুরমা আক্তারকে নগরের হালিশহরের কে ব্লক থেকে নিজের রিকশায় তুলে নেন ওসমান। বড়পোল এলাকায় নিয়ে তাকে বিরিয়ানি খাওয়ান। পরে পোর্ট কলোনি সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন।

ডিসি আরো জানান, ঘটনার পর থেকে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন ওসমান। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

১৮ সেপ্টেম্বর পরিত্যক্ত ঘরটি থেকে সুরমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় বন্দর থানায় মামলা হলে নগরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিকে শনাক্ত করে পুলিশ।

Provaati
    দৈনিক প্রভাতী