রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশুর নাক নেই, শ্বাস নেয় মুখ দিয়ে!

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯ ০২ ০২ ০৪  

শিশুর-নাক-নেই-শ্বাস-নেয়-মুখ-দিয়ে

শিশুর-নাক-নেই-শ্বাস-নেয়-মুখ-দিয়ে

ইরাকের বাগদাদে ব্যতিক্রমী এক শিশুর জন্ম হয়েছে। শিশুটির নাক নেই, সে মুখের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নেয়। জন্ম নেয়ার পর থেকেই শিশুটি এভাবে শ্বাস নিচ্ছে। দেশটির ফাল্লুজাহ শহরে জন্ম নেয়া শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। ডাক্তারি পরিভাষায় এ অবস্থাকে ‘আপহেনিয়া’ বলা হয়।  তবে এমন ঘটনার পেছনে আসলে কী হয়েছিল বা শিশুটির আদৌ কোনো রোগ আছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারছে না চিকিৎসকরা।  বিশেষজ্ঞ সূত্রে জানা যায়, সাধারণত জিনগত সমস্যার কারণে এমন হতে পারে। বিশ্বে এখন পর্যন্ত ১০০টিরও মত এমন ঘটনা ঘটেছে। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ ফাল্লুজাহ শহরে জন্ম নেয়া শিশুটির ছবি প্রকাশ করেছে। ইরাক যুদ্ধের পর এটিই দেশটির এমন প্রথম ঘটনা বলে তারা অভিহিত করেন। ডেইলি বাংলাদেশ/জেডআর  
Provaati
    দৈনিক প্রভাতী