সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশুদের সততা, কুড়িয়ে পাওয়া ১৯ লাখ টাকা দিল পুলিশ হেফাজতে

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০১  

শিশুদের-সততা-কুড়িয়ে-পাওয়া-১৯-লাখ-টাকা-দিল-পুলিশ-হেফাজতে

শিশুদের-সততা-কুড়িয়ে-পাওয়া-১৯-লাখ-টাকা-দিল-পুলিশ-হেফাজতে

কোমলমতি শিশু শিক্ষার্থীরা সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা কুড়িয়ে পাওয়া সাড়ে ১৯ লাখ টাকা দিয়েছে পুলিশ হেফাজতে।

রোববার সকাল ৮টার দিকে যশোরের মণিরামপুরে এ ঘটনা ঘটে। উপজেলার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১৯ লাখ ৬০ হাজার টাকাভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পায় শিশু শিক্ষার্থীরা। খবর পেয়ে মণিরামপুর ও ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে টাকাসহ ব্যাগটি হেফাজতে নেয়।

স্থানীয়রা জানান, রোববার সকাল ৮টার দিকে রোহিতা ইউনিয়নের স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। এ সময়ে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বিষয়টি স্কুলের শিক্ষকদের জানায়। শিক্ষকরা পুলিশে খবর দেন। পরে ঝিকরগাছা ও মণিরামপুর থানা পুলিশ ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঐ টাকার ব্যাগটি উদ্ধার করে।

মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, টাকা পাওয়ার স্থানটি মণিরামপুর থানার অধিভুক্ত এলাকার। কিন্তু আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি একটি টোব্যাকো কোম্পানির বিপুল পরিমাণ টাকা খোয়া যাওয়ার ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে। এ জন্য ঘটনাস্থলে গিয়ে ঝিকরগাছা থানা পুলিশ টাকাগুলো উদ্ধার করেছে। এ সময় ১৯ লাখ ৬০ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী