মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশু শরিফুলের ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করল পুলিশ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ০০ ১২ ০১  

শিশু-শরিফুলের-ছিনতাই-হওয়া-ভ্যানটি-উদ্ধার-করল-পুলিশ

শিশু-শরিফুলের-ছিনতাই-হওয়া-ভ্যানটি-উদ্ধার-করল-পুলিশ

নাটোরের গুরুদাসপুরে শরিফুলের ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। এ অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ভ্যান উদ্ধারের বিষয়টি নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ নিশ্চিত করে বলেন, শনিবার রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রাম থেকে ভ্যানসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ১২ বছর বয়সী শিশু শরীফুল পৌরসভার আনন্দনগরে একটি ভাড়া বাসায় থাকে। সে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। 

শরীফুলের বাবা বিপ্লব হোসেন। দুই ভাই ও মা-বাবা নিয়ে চারজনের সংসার তাদের। বাবা অসুস্থ থাকায় কয়েক দিন ধরে আয় নেই। ঘরে বাজার-সদাই ছিল না বলে শনিবার বাবার ভ্যানটি নিয়ে শরীফুল সড়কে নামে।

তবে ঐদিনই যাত্রীবেশী ছিনতাইকারীরা শরীফুলের গলায় ছুরি ধরে ভ্যানটি নিয়ে যায়। ভ্যান হারিয়ে তার কান্না যেন থামেই না। তবে ছিনতাই হওয়া ভ্যানটি শনিবার রাতেই উদ্ধার করেছে পুলিশ। 

ভ্যান হারানোর পর শরীফুল জানায়, তার বাবা অতিদরিদ্র। থাকার জন্য তাদের নিজের জায়গা পর্যন্ত নেই। ভাড়া বাড়িতে থাকে। একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ২৪ হাজার ৫০০ টাকা ঋণ নিয়ে তার বাবা ব্যাটারিচালিত ভ্যানটি কিনেছিলেন মাসে তিনেক আগে। 

এর আগে, ভ্যানটি উদ্ধার করে দেওয়ার জন্য গুরুদাসপুর থানায় আবেদন জানায় শরীফুল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ভ্যানটি উদ্ধার করল পুলিশ। 
 

Provaati
    দৈনিক প্রভাতী