বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাপলা মিডিয়ার বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ অভিনেত্রীর

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ২৩ ১১ ০২  

শাপলা-মিডিয়ার-বিরুদ্ধে-পারিশ্রমিক-না-দেওয়ার-অভিযোগ-অভিনেত্রীর

শাপলা-মিডিয়ার-বিরুদ্ধে-পারিশ্রমিক-না-দেওয়ার-অভিযোগ-অভিনেত্রীর

তরুণ অভিনেত্রী শুভশ্রী কর। নিয়মিত অভিনয় করেছেন বড় পর্দায়। ব্যতিক্রমী কিছু চরিত্রে অভিনয় করে এরইমধ্যে বেশ প্রশংসিতও হয়েছেন দুই বাংলাতে। মূলত বাংলা ভাষাভাষী মানুষের কাছে পরিচিত এক নাম শুভশ্রী। 

নিজ দেশের রঙিন পর্দা দাপিয়ে চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বাংলাদেশের ‘বিক্ষোভ’ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এতে শুভশ্রী ছাড়াও আরো অভিনয় করেছেন, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বাংলাদেশের তরুণ নায়ক শান্ত খান। তবে সিনেমাটির পোস্টার প্রকাশ ও ট্রেলার, এমনকি প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্নধার সেলিম খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সিনেমার পারিশ্রমিক নিয়ে। অভিযোগটি করেছেন শুভশ্রী কর।

অভিযোগ নিয়ে তিনি বলেন, শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তির সময় মাত্র ২০ হাজার টাকা দেওয়া হয় আমাকে। এরপর প্রায় দুই বছর পার হয়ে গেছে। সিনেমাটিও মুক্তি পেয়েছে বাংলাদেশে। কিন্তু আমার পুরো পারিশ্রমিক এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। অথচ সিনেমা মুক্তির আগেই বাকি পারিশ্রমিক চেয়েছিলাম। বলেছিল চলতি বছরের জুলাইয়ে (সিনেমাটির মুক্তির মাস) দেবেন। কিন্তু আমি আমার পূর্ণ পারিশ্রমিক পায়নি।

তিনি আরো বলেন, ওনার মাধ্যমেই এই সিনেমায় অভিনয়ের সঙ্গে যুক্ত হই। পারিশ্রমিকের বিষয়টি নিয়ে আমি তাকেও জানাই। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তবুও পারিশ্রমিক যখন পাইনি, তাই সিনেমাটির মূল প্রযোজক সেলিম খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করি। তখন আমাকে আশ্বাস দেওয়া হয় পারিশ্রমিক দেবেন তারা। কিন্তু এখনো কোনো পারিশ্রমিক পরিশোধ করেননি কেউ। বিষয়টি খুবই দুঃখজনক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কলকাতায় অভিনয়শিল্পীদের সংগঠন ‘আর্টিস্ট ফোরাম’ বরাবর লিখিত অভিযোগ করব। এরপর দেখি কি হয়।

এমন অভিযোগের বিষয়ে সেলিম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

এর আগেও শাপলা মিডিয়ার বিরুদ্ধে শিল্পীদের পারিশ্রমিক নিয়ে একাধিক অভিযোগ পাওয়া গিয়েছিল। ব্যক্তিগত ফেসবুক আইডিতে চিত্রনায়িকা সালওয়া লিখেছিলেন, কোনো প্রযোজনা সংস্থার কারো ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্টের! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়া সংশ্লিষ্ট কেউ আর্টিস্টের পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্যান্য সকল কার্যক্রম অব্যাহত রয়েছে! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়।

শুধু তাই নয়, ‘বালুখেকো’ সেলিম খানের ছেলে শান্ত খানের বিরুদ্ধেও একাধিক অভিযোগ পাওয়া গেছে। তিনি নিজেও বিক্ষোভ সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি তার ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Provaati
    দৈনিক প্রভাতী