বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শক্তিশালী বোলিং বিভাগ নিয়েই বিশ্বকাপে যাচ্ছে আফগানিস্তান

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০২  

শক্তিশালী-বোলিং-বিভাগ-নিয়েই-বিশ্বকাপে-যাচ্ছে-আফগানিস্তান

শক্তিশালী-বোলিং-বিভাগ-নিয়েই-বিশ্বকাপে-যাচ্ছে-আফগানিস্তান

অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আসরকে ঘিরে এরই মধ্যে ক্রিকেটভক্তদের আগ্রহ তুঙ্গে।

মোট ১৬টি দল এবারের বিশ্বকাপে অংশ নেবে। এর মাঝে প্রথম পর্বে ৮ দল খেলবে সুপার টুয়েলভে ওঠার জন্য। ১৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে ২৯ দিনব্যাপী ৪৫ ম্যাচের এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

এরই মধ্যে প্রায় সব দেশ বিশ্বকাপ উপলক্ষ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কোন দলের স্কোয়াডে কারা আছেন, কেমন তাদের শক্তিমত্তা সেসব নিয়েই দৈনিক প্রভাতীের পাঠকদের জন্য আমাদের এই আয়োজন।

প্রথম পর্বে দেখে নিন আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ও বিভিন্ন তথ্য।

এবারের প্রতিযোগিতায় গ্রুপ ওয়ানে পড়েছে আফগানিস্তান। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও বাছাইপর্ব থেকে উঠে আসা দুই দলকে। 

আফগানদের বিধ্বংসী শুরু এনে দিতে প্রস্তুত গুরবাজবিশ্বকাপ উপলক্ষ্যে মোহাম্মদ নবীকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরো ৪ জনকে। ১৫ সেপ্টেম্বর এই দল ঘোষণা করা হয়।

আফগানদের খেলা সর্বশেষ প্রতিযোগিতা থেকে বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে বাদ পড়েছেন চার ক্রিকেটার। তারা হলেন সামিউল্লাহ শিনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, করিম জানাত ও নূর আহমেদ। দলে সুযোগ পেয়েছেন দারউইশ রাসূলি, কাইস আহমেদ ও সেলিম সাফি। 

স্ট্যান্ডবাই হিসেবে গুলবাদিন নাঈবের সঙ্গে রাখা হয়েছে রহমত শাহ, আফসার জাজাই ও শারাফুদ্দিন আশরাফ। সুপার টুয়েলভ শুরু ১৬ অক্টোবর। ছয়দিন পর ২২ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নামবে আফগানরা।

এবারের স্কোয়াডে ব্যাটার হিসেবে হজরতউল্লাহ জাজাই, দারউইশ রাসূলি, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুরবাজ ও উসমান ঘানিকে রেখেছে এসিবি। যেখানে একাদশে ব্যাটিং অর্ডার হিসেবে অগ্রাধিকার পেতে পারেন জাজাই, গুরবাজ,  ইব্রাহিম ও নাজিবুল্লাহ জাদরান। 

রশিদ খান যেকোনো দলের জন্যই মূর্তিমান আতঙ্কঅলরাউন্ডার হিসেবে মোহাম্মদ নবী ছাড়া শুধু আজমতউল্লাহ ওমরজাইকে রাখা হয়েছে। তবে বোলারের দিক থেকে বেশ শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে তারা। লেগ স্পিনে রশিদ খান নেতৃত্ব দেবেন। তার সঙ্গে একাদশে মুজিব উর রহমানের জায়গাও নিশ্চিত। এছাড়া কায়িস আহমেদও সুযোগ পেতে পারেন।

একাদশে জায়গা পেতে সবচেয়ে বেশি লড়াই হবে পেস বোলিং ডিপার্টমেন্টে। নাভিন উল হক, ফজল হক ফারুকি, সেলিম সাফি, ফরিদ আহমেদ প্রত্যেকেই নিজেদের দিনে একাই প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

বলা যায় মোটামুটি শক্তিশালী স্কোয়াড নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফগানিস্তান। যেখানে শক্তিশালী পেস ইউনিটের পাশাপাশি বৈচিত্র্যময় স্পিন বিভাগ আর নবীর মতো অলরাউন্ডার দিয়ে গড়া বোলিংয়ের সঙ্গে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ যেকোনো দলের জন্য হুমকি হতে পারে।

আফগানদের পেস বোলিং ইউনিটও বেশ শক্তিশালী

একনজরে আফগানিস্তানের স্কোয়াড:

রহমানুল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, নাজিবুল্লাহ জাদরান, কাইস আহমেদ, উসমান ঘানি, মোহাম্মদ নবী (অধিনায়ক), মুজিব উর রহমান, আজমতউল্লাহ উমরজাই, সেলিম সাফি, রশিদ খান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ মালিক ও নাভিন উল হক।

আফগানদের ম্যাচ সূচি: (তারিখ, প্রতিপক্ষ, ভেন্যু)

২২ অক্টোবর: ইংল্যান্ড, পার্থ
২৬ অক্টোবর: নিউজিল্যান্ড, মেলবোর্ন
২৮ অক্টোবর: বি গ্রুপ রানার আপ, মেলবোর্ন
১ নভেম্বর: এ গ্রুপ বিজয়ী, ব্রিসবেন
৪ নভেম্বর: অস্ট্রেলিয়া, অ্যাডিলেড।

Provaati
    দৈনিক প্রভাতী