সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিটনকে সাফলতার মন্ত্র শেখালেন রিজওয়ান-বাবর

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০২  

লিটনকে-সাফলতার-মন্ত্র-শেখালেন-রিজওয়ান-বাবর

লিটনকে-সাফলতার-মন্ত্র-শেখালেন-রিজওয়ান-বাবর

বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ব্যাটার লিটন দাস। ব্যাট হাতে নিয়মিত রান করেই যাচ্ছেন এই ব্যাটার। তবে একজন ব্যাটারের ক্যারিয়ারে ভালো খারাপ দুই-ই আসতে পারে। খারপ সময় আসলে তখন কি করতে হবে?

এ ব্যাপারটা নিয়েই লিটনকে ধারণা দিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচশেষে দুই পাকিস্তানি ওপেনারের সঙ্গে দেখা করে এ কথা জানান লিটন।

পাকিস্তান ক্রিকেট দলের অফিসিয়াল ফেসবুকে সেই কথাপকথনের একটি ভিডিও ক্লিপ ছাড়া হয়েছে। তাতে দেখা যায়, লিটন রিজওয়ানের কাছে জিজ্ঞাসা করছেন, যখন ভালো খেলেন তখন তো সবকিছু ভালোই যায়। কিন্তু খারাপ সময়ে মানসিকভাবে কীভাবে ঠিক থাকেন?

জবাবে রিজওয়ান বলেন, ‘মানসিকভাবে নিজেকে এক জিনিসের জন্য তৈরি করে ফেলো। ক্যারিয়ারে এমন ১০ ইনিংস যাবে যেখানে আমি সব করে ফেলতে পারবো, আবার এমন ১০ ইনিংস যাবে যেখানে কিছু করতে পারবো না।’

লিটনকে বড় খেলোয়াড় হওয়ার মন্ত্রণা জপে দিয়ে পাকিস্তানের অন্যতম সফল ব্যাটার আরও বলেন, ‘যে বড় প্লেয়ার হবে সে এই ২০ ইনিংসে ৪ বার ফ্লপ হবে, ১৬ বার জিতবে।’

রিজওয়ানের কথার জবাবে লিটনকেও মাথা নাড়িয়ে সায় দিতে দেখা যায়। যেন বিজ্ঞ কোনো শিক্ষকের ক্লাসে মনোযোগী ছাত্র বাংলাদেশের বর্তমান সময়ের সেরা ওপেনার। লিটন বোধহয় জানেন, শেখার কোনো শেষ নেই। এটি চলমান একটি ধারা।

Provaati
    দৈনিক প্রভাতী