বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লালমোহনে জাতীয় পার্টি অস্তিত্বহীন

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০২  

লালমোহনে-জাতীয়-পার্টি-অস্তিত্বহীন

লালমোহনে-জাতীয়-পার্টি-অস্তিত্বহীন

ভোলার লালমোহনে নামেই রয়েছে জাতীয় পার্টি। মাঠে নেই তাদের কোনো কার্যক্রম। হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনটি ছিল জাতীয় পার্টির দখলে। সেই জাতীয় পার্টির ঘাঁটিই এখন অস্তিত্বহীন। কাগজে-কলমে লালমোহনে জাতীয় পার্টি থাকলেও, মাঠে দেখা মিলে না কারো। পৌর শহরের একটি গলির রুমের সামনে সাইনবোর্ড ঝুলতে দেখা গেলেও, রুম খুলতে দেখা যায়নি কখনো।

দেখা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের কোথায়ও নেই জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কোনো কার্যক্রম ও নিজস্ব কার্যালয়। হাতে গোনা মাত্র কয়েকজন নেতাকর্মী রয়েছেন নাম সর্বস্ব। জাতীয় পার্টির কেন্দ্রীয় ঘোষিত কোনো কর্মসূচিতেও লালমোহনে দেখা মিলেনি কোনো কার্যক্রম। যারা দলীয় কোনো কর্মকাণ্ডে কোনো রকম ভূমিকা রাখছে না। 

লালমোহন উপজেলা জাতীয় পার্টির ৫ সদস্যের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন হাওলাদার বলেন, আগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। পুর্ণাঙ্গ কোনো কমিটি না থাকায় মাঠে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই তেমন কোনো কার্যক্রম নেই বললেই চলে। 

Provaati
    দৈনিক প্রভাতী