শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাজিওকে হারিয়ে সিরি আ টেবিলের শীর্ষে নাপোলি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

লাজিওকে-হারিয়ে-সিরি-আ-টেবিলের-শীর্ষে-নাপোলি

লাজিওকে-হারিয়ে-সিরি-আ-টেবিলের-শীর্ষে-নাপোলি

ইতালিয়ান সিরি আ-র ম্যাচে লাজিওকে ২-১ গোলে পরাজিত করে আবারো লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে নাপোলি। দলটির এই জয়ে বড় ভূমিকা রাখেন সান সিরোর উঠতি তারকা জর্জিয়ান ফরোয়ার্ড খাভিচা কেভারাতাসখেইলা।

এই জয়ে মিলানকে গোল ব্যবধানে পিছনে ফেলে সিরি আ টেবিলের শীর্ষস্থানটি দখলে নিয়েছে নাপোলি। এখনো পর্যন্ত অপরাজিত থাকা লুসিয়ানো স্পালেত্তির দলের সংগ্রহ পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট।

দলের নতুন খেলোয়াড় কেভারাতাসখেইলা ইতালিতে নিজেকে প্রমাণ করেই চলেছেন। জর্জিয়ান এই তরুণের গোলে লাজিও এবারের লিগে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে।

গোলের আগে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড একটি শট পোস্টে লাগিয়েছেন ও আরো একটি সহজ সুযোগ নষ্ট করেছেন। দুর্দান্ত পারফরমেন্সের কারণে পুরো ম্যাচেই তিনি সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে আতিথ্য দেবার ম্যাচে কেভারাতাসখেইলা হয়ে উঠতে পারেন নাপোলির অন্যতম মূল ভরসা। 

লিভারপুলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নাপোলি অধিনায়ক গিওভান্নি ডি লোরেঞ্জো বলেছেন, ‘বুধবারের ম্যাচে জয়ী হতে পারলে ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাওয়া যাবে।’

তিনি আরো বলেন, ‘আমরা জানি বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি। আগামী তিনদিন আমাদের হাতে প্রস্তুতির সময় আছে। ম্যাচটিতে ভাল কিছুর প্রত্যাশায় আমরা মুখিয়ে আছি।’

রোমার স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের মাত্র চার মিনিটেই মাত্তিয়া জাক্কাগিনির গোলে এগিয়ে গিয়েছিল লাজিও। বিরতির সাত মিনিট আগে পিওতর জিলেনিস্কির কর্ণার থেকে কিম মিন-জায়ের হেডের গোলে সমতায় ফিরে সফরকারীরা।

৬১ মিনিটে কাভারাসখেইলার গোলে ম্যাচের জয় নিশ্চিত হয়। মৌসুমে এটি তার চতুর্থ গোল। মাথায় আঘাত পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন হার্ভিং লোজানো। মেক্সিকান এই অ্যাটাকারের ইনজুরিতে নাপোলির জয় কিছুটা হলেও ম্লান হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী