শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোহিত-রাহুল তাণ্ডবে ভারতের উড়ন্ত শুরু

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

রোহিত-রাহুল-তাণ্ডবে-ভারতের-উড়ন্ত-শুরু

রোহিত-রাহুল-তাণ্ডবে-ভারতের-উড়ন্ত-শুরু

এশিয়া কাপে গ্রুপ পর্বের লড়াইয়ের পর সুপার ফোরে আবারো মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুলের তাণ্ডবে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ৬২ রান।

ভারতের জন্য ম্যাচটি ফাইনালের পথে এগিয়ে যাওয়ার। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি ফাইনালের পথে এগোনোর পাশাপাশি প্রতিশোধের লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও কেএল রাহুল। একদম শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তারা। প্রথম পাঁচ ওভারেই ৫৪ রান সংগ্রহ করেন দুজন। 

ষষ্ঠ ওভারে এসে হাঁফ ছেড়ে বাঁচে পাকিস্তান। এই ওভারের প্রথম বলেই বিপদজনক রোহিতকে সাজঘরে ফেরান হারিস রউফ। এর আগে ১৬ বলে ২৮ রান করেন ভারত অধিনায়ক।

আসরে নিজেদের প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সে যাত্রায় হার্দিক পান্ডিয়া নৈপুণ্যে চিরশত্রুদের পাঁচ উইকেটে হারায় ভারত। এরপর হংকংকে হারিয়ে সুপার ফোরে আসে টিম ইন্ডিয়া। অন্যদিকে একই প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে পাকিস্তানও।

Provaati
    দৈনিক প্রভাতী