বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোনালদোর গোলের অপেক্ষায় ছিল পুরো দল

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

রোনালদোর-গোলের-অপেক্ষায়-ছিল-পুরো-দল

রোনালদোর-গোলের-অপেক্ষায়-ছিল-পুরো-দল

একসময় ক্রিস্টিয়ানো রোনালদো আর গোল ছিল সমার্থক শব্দ। ম্যাচের পর ম্যাচ মাঠে নামলেই তিনি গোলের দেখা পেতেন। তখন হিসাব রাখতেই রীতিমতো হিমশিম খেতে হতো। সেই রোনালদো চলতি মৌসুমে হন্য হয়ে খুঁজছিলেন জালের ঠিকানা।

অবশেষে ইউরোপা লিগের ম্যাচে মৌসুমের প্রথম গোলটি পেলেন রোনালদো। ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ বলেছেন, এই স্বাদ পেতে রোনালদোর নিজের যেমন ছিল অপেক্ষা, তেমনি গোটা দল এই তারকার খরা কেটে যাওয়ায় উচ্ছ্বসিত।

শেরিফ তিরাসপোলের বিপক্ষে পেনাল্টি থেকে বহুকাঙ্ক্ষিত গোলটি করেন রোনালদো। এটি তার ক্লাব ক্যারিয়ারের ৬৯৯তম গোল, ইউরোপা লিগে প্রথম।

রোনালদো ছাড়াও ম্যাচে গোল করেন জেডন স্যানচো। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দেওয়া মলদোভার ক্লাবটির বিপক্ষে ২-০ গোলে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হারার পর এই জয় জরুরি ছিল এরিক টেন হাগের দলের জন্য। তবে দলের জয় ছাপিয়ে এ দিনের সবচেয়ে আলোচিত ঘটনা রোনালদোর গোলে ফেরা এবং তার মুখের হাসি। ম্যাচের পর কোচের কথায়ও ফুটে উঠল এই গোলের ওজন।

টেন হাগ বলেন, গোলটি রোনালদোর খুব প্রয়োজন ছিল। অনেকবারই সে কাছাকাছি এসেছে, কিন্তু গোল হচ্ছিল না। তীব্রভাবে গোলটি চাইছিল সে। আমরাও তার জন্য খুবই খুশি। গোটা দল এই গোলের অপেক্ষায় ছিল। সবাই মিলে তার গোল বয়ে এনে দিতে চেয়েছিল। পেনাল্টি যখন এলো, এটা নিশ্চিত যে রোনালদো গোল করবেই।

গোল দেখে খুশি হলেও রোনালদোর ফিটনেসে অবশ্য এখনও পুরোপুরি মন্তুষ্ট নন টেন হাগ। তার বিশ্বাস, ফিটনেসে আরেকটু উন্নতি করলে ৩৭ বছর বয়সী তারকার গোলও ধরা দেবে নিয়মিত।

তিনি বলেন, উপযুক্ত ফিটনেস পেতে তাকে আরো অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক সময় দিতে হবে। আরও অনেক গোল করবে সে। অনেকটাই কাছাকাছি এখন সে, ফিটনেস আরো ভালো হলে সে আরও গোল করবে।

এই মৌসুম শুরুর আগে রোনালদো ক্লাব ছাড়তে চান বলে জোর আলোচনা ছিল। যদিও তার পক্ষ থেকে কখনও সরাসরি কিছু বলা বা ইঙ্গিত দেওয়া হয়নি। আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আবার তিনি ক্লাব ছাড়ার চেষ্টা করতে পারেন বলে খবর বিভিন্ন সংবাদমাধ্যমের।

কোচের দাবি, রোনালদোর ভাবনাজুড়ে কেবল ম্যানচেস্টার ইউনাইটেডই আছে। তার ভাষায়, আমাদের পরিকল্পনার প্রতি তার আস্থা পুরোপুরি, ক্লাবের প্রতি সে পুরো নিবেদিত এবং সর্বতভাবে সম্পৃক্ত। দলের সঙ্গে তার যোগাযোগও ক্রমে বাড়ছে। আমি তাতে খুবই খুশি।

Provaati
    দৈনিক প্রভাতী