শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিজওয়ান-নেওয়াজ জুটিতে শতক পার করল পাকিস্তান

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ২৩ ১১ ০২  

রিজওয়ান-নেওয়াজ-জুটিতে-শতক-পার-করল-পাকিস্তান

রিজওয়ান-নেওয়াজ-জুটিতে-শতক-পার-করল-পাকিস্তান

এশিয়া কাপে গ্রুপ পর্বের লড়াইয়ের পর সুপার ফোরে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করে ভারত পাকিস্তানকে ১৮১ রানের বড় টার্গেট দেয়। সে টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতে ২ উইকেট হারিয়ে ভালোই জবাব দিচ্ছে। এরইমধ্যে রিজওয়ান ও নেওয়াজ জুটিতে শতক পার করল পাকিস্তান। 

শুরুটা কোনরকম করলেও বাবর আজম দুর্বল শটে রোহিত শর্মার হাতে সহজ ক্যাচ তুলে দেন। আউট হবার আগে বাবর ১০ বলে ১৪ রান করেন। বাবর সাজঘরে ফিরে যাওয়ার ফলে পাকিস্তান বেশ চাপের মুখেই পড়ে।

সেই ধাক্কা সামলাতে ফকর জামান ও মোহাম্মদ রিজওয়ান ঠান্ডা মাথায় চাপ সামলে দলের হাল ধরেন। কিন্তু ৯ ওভারের সময় দলীয় ৬৩ রানের মাথায় ফখর জামান ১৮ বলে ১৫ রানে চাহালের বলে কোহলির হোতে ক্যাচ তুলে আউট হয়ে যান। তারপরই দলের হয়ে হাল ধরেন রিজওয়ান  ও মো. নেওয়াজ। রিজওয়ান ৫৬ ও নেওয়াজ ৪১ রানে ব্যাট করছেন।

শেষ খবর পর্যন্ত পাকিস্তান ২ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১২৮ রান করতে সমর্থ হয়।

শুরুতে দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুলের তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় ভারত। তবে এর পরই একের পর এক উইকেট হারিয়ে রানের ধারা অনেকটা স্লো হয়ে যায় ভারতের।  

পরিস্থিতিটা বদলে গেল পাওয়ারপ্লের শেষ ওভারে। রোহিত ফিরলেন শুরুতে। তার ছয় বল পর ফিরলেন রাহুলও। যার ফলে পাওয়ারপ্লের শেষেই ম্যাচে ফিরে এসেছে পাকিস্তান।
এশিয়া কাপের শেষ তিন ম্যাচের দুটোতেই ১৭০ এর বেশি রান করে হেরেছে আগে ব্যাট করা দল। সেই ভাবনা থেকেই ভারতের দুই ওপেনার পাক বোলারদের ওপর চড়াও হয়েছিলেন শুরু থেকেই। ১১, ৯, ১৪, ১২, ৮; শুরুর ৫ ওভারে এই ছিল ভারতের রান। 

এরপরই পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন হারিস রউফ। ষষ্ঠ ওভারের শুরুতে তার বলে টপ এজ হয় রোহিতের। তা ধরতে আরেকটু হলেই খুশদিল শাহ আর ফখর জামানের ভয়াবহ সংঘর্ষ হয়ে যেতে পারত। সংঘর্ষ শেষমেশ হয়েছেও, তবে তা গুরুতর কিছু হয়নি। ক্যাচটাও ঠিকঠাক ধরেছেন খুশদিল। ১৬ বলে ২৮ করে ফেরেন রোহিত।

পরের ওভারের প্রথম বলে ভারত ইনিংসে আঘাত হানেন শাদাব খান। শাদাব খানকে উইকেট ছেড়ে বেরিয়ে সীমানাছাড়া করতে গিয়ে বলটা আকাশে তুলে দেন লোকেশ রাহুল। সেটা তালুবন্দি করতে সমস্যাই হয়নি লং অনে থাকা মোহাম্মদ নওয়াজের। ২০ বলে ২৮ করে ফেরেন রাহুল, ৬২ রানে দ্বিতীয় উইকেট খুইয়ে বসে ভারত। 

তারপরও উইকেটে এসে মারমুখী হওয়ার চেষ্টা করেন সূর্যকুমার যাদব। তবে অতি আগ্রাসী ব্যাটিংই যেন কাল হয় তার। ১০ বলে ১৩ রান করা এই ব্যাটার আউট হন মোহাম্মদ নওয়াজকে স্কয়ার লেগে ছক্কা হাঁকাতে গিয়ে। বিরাট কোহলির সঙ্গে তার জুটিটি ছিল ২১ বলে ২৯ রানের।
এরপর রিশাভ পান্তকে নিয়ে ২৫ বলে ৩৫ রানের আরেকটি জুটি গড়েন কোহলি। ১৪তম ওভারে এই জুটি ভাঙেন শাদাব। পাকিস্তানি লেগস্পিনারকে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে আসিফ আলির সহজ ক্যাচ হন পান্ত (১২ বলে ১৪)।

হার্দিক পান্ডিয়াও সুবিধা করতে পারেননি। মোহাম্মদ হাসনাইনের বলে শর্ট মিডউইকেটে নওয়াজের ০ রানে ডাইভিং ক্যাচ হন ভারতীয় এই অলরাউন্ডার। 

তবে একটা প্রান্ত ধরে দারুণ খেলে দলকে এগিয়ে নেন কোহলি। মোহাম্মদ হাসনাইনকে ছক্কা মেরে ৩৬ বলে পূর্ণ করেন হাফসেঞ্চুরি।

আজকের ম্যাচে পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাদাব খান। ৩১ রানে এই লেগির শিকার ২ উইকেট।
ভারতের জন্য আজকের ম্যাচটি ফাইনালের পথে এগিয়ে যাওয়ার। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি ফাইনালের পথে এগোনোর পাশাপাশি প্রতিশোধের লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও কেএল রাহুল। একদম শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তারা। প্রথম পাঁচ ওভারেই ৫৪ রান সংগ্রহ করেন দুজন। 

ষষ্ঠ ওভারে এসে হাঁফ ছেড়ে বাঁচে পাকিস্তান। এই ওভারের প্রথম বলেই বিপদজনক রোহিতকে সাজঘরে ফেরান হারিস রউফ। এর আগে ১৬ বলে ২৮ রান করেন ভারত অধিনায়ক।
আসরে নিজেদের প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সে যাত্রায় হার্দিক পান্ডিয়া নৈপুণ্যে চিরশত্রুদের পাঁচ উইকেটে হারায় ভারত। এরপর হংকংকে হারিয়ে সুপার ফোরে আসে টিম ইন্ডিয়া। অন্যদিকে একই প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে পাকিস্তানও।

স্কোর:
ভারত: ১৮১/৬ - ২০ ওভার 
রোহিত শর্মা: ২8
কে এল রাহুল: ২৮, 
বিরাট কোহলি: ৬০
বোলিং
শাদাব ২/৩১



দৈনিক প্রভাতী/সালি

Provaati
    দৈনিক প্রভাতী