বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘রাজশাহী বিভাগে কোনো ভূমিহীন-গৃহহীন থাকবে না’

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ০০ ১২ ০২  

রাজশাহী-বিভাগে-কোনো-ভূমিহীন-গৃহহীন-থাকবে-না

রাজশাহী-বিভাগে-কোনো-ভূমিহীন-গৃহহীন-থাকবে-না

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ (এনডিসি) বলেছেন, আগামী ডিসেম্বরে বিভাগের ২টি জেলা ও ৩৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। পাশাপাশি ২০২৩  সালের ডিসেম্বরের পর রাজশাহী বিভাগের একটি জেলাতেও কোনো ভূমিহীন-গৃহহীন থাকবে না।

সোমবার (৩ অক্টোবর) রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এ আলোচনা সভাটি আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার জাফরউল্লাহ্।

সভায় জিএসএম জাফরউল্লাহ বলেন, কেউ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, এ সাহস বিশ্বে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেখিয়েছে। প্রধানমন্ত্রী শুধু এ সাহসই দেখাননি, বরং তিনি এটা করে দেখিয়েছেন। বঙ্গবন্ধু মানুষের মৌলিক প্রয়োজনগুলো মিটিয়ে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে রূপান্তরিত করতে চেয়েছিলেন। সেই পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

বিশ্ববসতি দিবসের গুরুত্ব তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, অপরিকল্পিতভাবে যেখানে-সেখানে কৃষি জমি নষ্ট করে বসতি স্থাপন করা থেকে আমাদের বিরত থাকতে হবে। অপরিকল্পিত বসতি স্থাপনের কারণে আমাদের কৃষি জমি হ্রাস পাচ্ছে। এর ফলে একসময় খাদ্যের সঙ্কট দেখা দেবে। তাই একটি সঠিক পরিকল্পনার মাধ্যমে টেকসই বসতি স্থাপন করলে একদিকে আবাদি জমি রক্ষা পাবে আবার অন্যদিকে আমরা আর্থিকভাবে নিরাপদ থাকবে।

আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গণপূর্ত জোন) মো. মিছবাহ উদ্দিন। সভাটি আরডিএ’র চেয়ারম্যান মো. আনওয়ার হোসেনের সভাপতিত্ত্বে পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শরিফুল হক, আরএমপি’র অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসেন, আরডিএ’র সদস্য প্রফেসর মো. তানভিরুল আলম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববসতি দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি আরডিএ চত্বর থেকে বের হয়ে শাহ্ মখদুম থানা মোড় প্রদক্ষিণ করে পুনরায় আরডিএ ভবনে গিয়ে শেষ হয়।

Provaati
    দৈনিক প্রভাতী