সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রত্নখচিত এক বক্ষবন্ধনী গল্প

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০১  

রত্নখচিত-এক-বক্ষবন্ধনী-গল্প

রত্নখচিত-এক-বক্ষবন্ধনী-গল্প

অন্তর্বাস তৈরির কোম্পানি ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ নিয়ে এলো রত্নখচিত এক বক্ষবন্ধনী। বিলাসবহুল বক্ষবন্ধনীটি বার্ষিক হলিডে কালেকশনে যোগ করেছে নতুন মাত্রা 

ব্রাজিলিয়ান মডেল আড্রিয়ানা লিমা নিউ ইয়র্কে এই ব্রা পরে দেখালেন। তিনহাজার সাদা রং-এর হিরা, হালকা নীল মণি এবং ডিম্বাকৃতির পোখরাজ মিলে মোট ১৪২ ক্যারাটের রত্নে অলঙ্কৃত এই বক্ষবন্ধনীর দাম কত নির্ধারণ করা হয়েছে, শুনলে অবাক হবেন। এর দাম রাখা হয়েছে ২০ লাখ মার্কিন ডলার।

ফোর্বস ম্যাজিনের সাম্প্রতিক এক তালিকায় দেখা গেছে, ‘ভিক্টোরিয়াস সিক্রেট এঞ্জেল' বলে খ্যাত মডেল লিমা বছরে ৭০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার আয় করেন। এই মহামূল্য ব্রা-র ডিজাইন করেছেন দামিয়ানি জুয়েলার্স। আড্রিয়ানা লিমা বলেন, এই বক্ষবন্ধনী কেবল উজ্জ্বল ও আকর্ষণীয়ই না, এটি একেবারেই বিশেষ ধরণের। 

রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৯ বছর বয়সি লিমা বলেন, ‘পরে খুবই, খুবই আরাম।’

এর আগে ২০০৮ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেটস' ‘ব্ল্র্যাক ডায়মন্ড ফ্যান্টাসি মিরাকেল' বক্ষবন্ধনী তৈরি করেছিলো, যার দাম ছিলো ৫০ লাখ মার্কিন ডলার।

সূত্র: ডয়চে ভেলে

Provaati
    দৈনিক প্রভাতী