সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ম্যাচ হারের কারণ হিসেবে বাজে ব্যাটিংকে দায়ী করলেন সাকিব

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

ম্যাচ-হারের-কারণ-হিসেবে-বাজে-ব্যাটিংকে-দায়ী-করলেন-সাকিব

ম্যাচ-হারের-কারণ-হিসেবে-বাজে-ব্যাটিংকে-দায়ী-করলেন-সাকিব

শনির দশা যেন বাংলাদেশের পিছু ছাড়ছেই না। একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে সাকিব আল হাসানের দল। তারই ধারাবাহিকতায় ত্রিদেশীয় টি-২০ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

দলের এমন হারে যারপরনাই হতাশ অধিনায়ক সাকিব আল হাসান।  ম্যাচ হারের কারণ হিসেবে বাজে ব্যাটিংকেই দায়ী করলেন টাইগার অধিনায়ক।  ব্যর্থ ওপেনিং জুটি, দ্রুত উইকেট পতন, পাওয়ার প্লেতে বেশি রান তুলতে না পারা; সব মিলিয়ে বিশ্রী ব্যাটিং করেছে টাইগাররা। ম্যাচ শেষে অকপটেই এসব স্বীকার করলেন সাকিব।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে সাকিব বলেন, আমরা ভালো শুরু করেছিলাম।  কিন্তু আমরা তাদের দুর্দান্ত স্পিনারদের সামলাতে পারিনি এবং রানের গতি বাড়াতে পারিনি।

ব্যাটিংয়ে ভাল করারা জন্য সামনে কাজ করবেন জানিয়ে সাকিব আরো বলেন, হ্যাঁ, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি।  ওপরের সারির সেরা তিন ব্যাটারকে ১৫-১৬ ওভার পর্যন্ত দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে।  ব্যাটিং এমন একটি ক্ষেত্র যেখনে আমাদের উন্নতি করার ছাড়া উপায় নেই।

‘এটি নিয়ে কাজ চালিয়ে যাব আমরা।  প্রথম ইনিংসে ব্যবহার হওয়া উইকেটে দারুণ বোলিং করেছে নিউজিল্যান্ডের স্পিনাররা।  আশা করছি, দিনের খেলায় আমরা ড্রাই বল দিয়ে বল করব’। – সাকিব যোগ করেন।  

আজ ম্যাচে ৭ নম্বর পজিশনে ব্যাট করেছেন সাকিব, যেখানে বারবার তিনে নামেন তিনি।  তার এমন সিদ্ধান্ত সবাইকে অবাক করলেও সাকিব জানালেন এর কারণ।  মূলত ডানহাতি-বাহাতি কম্বিনেশন ঠিক রাখতেই ব্যাটিং অর্ডারে নিচে নেমে গেছেন অধিনায়ক।

এ বিষয়ে সাকিব বলেন, আমার ওই সময় ব্যাটিংয়ে নামার কথা ছিল।  কিন্তু সে সময় নিউজিল্যান্ডের দুই স্পিনার বোলিং করছিল এবং বাম-ডান সমন্বয় করতে গিয়ে নামা হয়নি আমার।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পরের ম্যাচ নিয়ে তাই বেশ সিরিয়াস সাকিব।  অন্তত পএর দুটি ম্যাচ জিতে বিশ্বকাপ প্রস্ততিটা ভালোভাবে শেষ করতে চান।  

এ বিষয়ে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, দুটি ম্যাচ হেরে গেলে মনোবল ধরে রাখা কঠিন।  কিন্তু বিশ্বকাপ আসছে।  তাই সামনের দুটি ম্যাচ আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে।

 পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Provaati
    দৈনিক প্রভাতী