সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ম্যাচ জেতানো ইনিংস খেলে প্রশংসায় ভাসছেন নাওয়াজ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

ম্যাচ-জেতানো-ইনিংস-খেলে-প্রশংসায়-ভাসছেন-নাওয়াজ

ম্যাচ-জেতানো-ইনিংস-খেলে-প্রশংসায়-ভাসছেন-নাওয়াজ

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে বেশ চাপেই ছিলো পাকিস্তান। তবে মোহাম্মদ নাওয়াজ নামার পরই পাল্টে দেন ম্যাচের দৃশ্যপট।

দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ থেকে ছিটকে দেন বাংলাদেশকে। এমন ইনিংস খেলার পর প্রশংসায় ভাসছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি নাগরিকরা প্রশংসায় ভাসাচ্ছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে। সেই তালিকায় আছেন অন্য দেশের নাগরিকও। 

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৭৪ রান তাড়া করতে গিয়ে পাকিস্তানের রানরেট বাড়তে থাকে। এমন সময় নাওয়াজ এসে ৫ চার ও ১ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলে দলকে ৭ উইকেটের জয় এনে দেন।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নাওয়াজ বন্দনা। ধারাভাষ্যকর ইয়ান বিশপ লিখেন, ‘মোহাম্মদ নওয়াজের কাছ থেকে এমন একটা প্রয়োজনীয় ইনিংসের দরকার ছিল’।

আরেকজন লিখেন, ‘এটা নাওয়াজ। এরকমই থাকবে।’

নাওয়াজের এমন ধ্বংসযজ্ঞ নতুন নয়। এর আগেও এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সুপার ফোরে ২০ বলের ডেলিভারিতে ছয়টি চার এবং দুটি বিশাল ছক্কায় ৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাতে আসর থেকে ছিটকে পড়েছিল ভারত।

Provaati
    দৈনিক প্রভাতী