বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেয়েদের জন্য আজ ঢাকার রাস্তায় সেলিব্রেটিরাও

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

মেয়েদের-জন্য-আজ-ঢাকার-রাস্তায়-সেলিব্রেটিরাও

মেয়েদের-জন্য-আজ-ঢাকার-রাস্তায়-সেলিব্রেটিরাও

ঢাকার জ্যাম এখানকার প্রতিটি মানুষের জন্যই আতঙ্কের বিষয়। তবে মানুষ রাস্তায় নেমে আনন্দ করতে করতে জ্যাম বাঁধিয়েছে, এমন ঘটনা বিরল। তবে সেটাই হয়েছে আজ। যেখানে ঢাকার রাস্তায় আনন্দ উৎসবে যোগ দিতে নেমেছিলেন সেলিব্রেটিরাও।

মঙ্গলবার থেকেই আলোচনার বিষয় ছিল, বিমানবন্দর থেকে কোন পথে যাবে চ্যাম্পিয়নরা। অন্য যেকোনো সময় রাজধানীতে জ্যাম এড়াতে মানুষ ভিআইপি চলাচলের রুট জানতে চান। কিন্তু এবার প্রথমবারের মতো ভিন্ন কারণে প্রশ্ন ছিল। কারণ মেয়েরা যে পথে যাবে, সে পথে দাঁড়িয়ে তাদের অভিবাদন জানাতে হবে যে! 

মঙ্গলবারই জানানো হয়, বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, বিজয় সরণী হয়ে সাত রাস্তা, মগবাজার হয়ে বাফুফে ভবনে যাবে মেয়েরা। সেই অনুযায়ী যার যার মতো করে দাঁড়িয়েছিলেন সবাই।

ফুটবলারদের ঐতিহাসিক এই বিজয় মিছিলের সাক্ষী হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার মেয়ে সায়রা। দুপুরে বিমানবন্দরের কাছে কাওলা ওভার ব্রিজে উঠে সাবিনাদের অভিনন্দন জানান বাঁধন। জনপ্রিয় এই অভিনেত্রী একের পর এক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন- আমরা এখানে উদযাপন করতে এসেছি, স্বাগতম চ্যাম্পিয়ন।

দামাল মেয়েদের স্বাগত জানাতে বনানী কাকলী ওভারব্রিজের কাছে দাঁড়িয়েছেন শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল। তাকে ঘিরে অন্যরা লাইভ করতে গিয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, খুব ভালো লাগছে। বিশেষত মেয়েদের জন্য। অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে দেখে তিনি একজনকে বললেন, ওরা ওখান থেকে (বিমানবন্দর) ভিড়ে বেরিয়ে আসতে পারছে না হয়তো। 

মাছরাঙা টেলিভিশনের সামনে সাংবাদিকদের দাঁড়াতে দেখা  গেছে। সাত রাস্তায় পতাকা জড়িয়ে সহকর্মী বন্ধুদের নিয়ে দাঁড়িয়েছিলেন সাংবাদিক মুন্নী সাহা। পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঘণ্টার পর ঘণ্টা স্লোগান দিতে দেখা গেছে- ‘জয় জয় হলো জয়, বাঘিনীদের হলো জয়’, ‘বাঘিনীদের গর্জন শিরোপা অর্জন’।

Provaati
    দৈনিক প্রভাতী