বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেহেরপুরে পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৯

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

মেহেরপুরে-পুলিশি-অভিযানে-সাজাপ্রাপ্ত-আসামিসহ-গ্রেফতার-১৯

মেহেরপুরে-পুলিশি-অভিযানে-সাজাপ্রাপ্ত-আসামিসহ-গ্রেফতার-১৯

মেহেরপুরে গত ১২ ঘণ্টার নিয়মিত অভিযানে সাজাপ্রাপ্তসহ আসামিসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্তসহ ৫ জন, মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত একই পরিবারের ৩  ও সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১ আসামি রয়েছেন।

শনিবার দিবাগত রাত থেকে রোববার (২ অক্টোবর) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন।

গাংনী থানার অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, ৪২০/৪০৬  ধারায় দায়ের করা ৪০৬/২১ নং মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি এ উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন, জমি জমা জাল করার দায়ের করা সিআর ৮৩/২২  মামলার আসামি ভাটপাড়া গ্রামের খোরশেদ আলী মণ্ডলের ছেলে হারেজ মণ্ডল, চাঁদাবাজির অভিযোগে গাংনী থানায় দায়ের করা নিয়মিত মামলা নং ২০, তারিখ ২১/০৯/২২ এর আসামি বানিয়াপুকুর গ্রামের আসেল উদ্দীনের ছেলে রবিউল ইসলাম, কুষ্টিয়া থানায় এনআই এ্যাক্ট ১৩৮ ধারায় দায়ের করা মামলা নং ১১২১/২১ নং মামলার আসামি গাংনী শহরের খলিল উদ্দীনের ছেলে সালাউদ্দীন ও এনআই এ্যাক্টে দায়ের করা মামলা নং ৩২২৩/১৯ নং মামলায় ৬ মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা সাজাপ্রাপ্ত আসামি জোড়পুকুরিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে সাহার আলীকে গ্রেফতার করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই আতিক, এসআই মাসুদ, এসআই রাতুলসহ অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন।

এদিকে মুজিবনগর থানা পুলিশের অভিযানে পারিবারিক কলহের জেরে দায়ের করা নন জিআর মামলা ৪/২২ এর আসামি জয়পুর গ্রামের রবিউল ইসলাম, তার স্ত্রী আনজিরা খাতুন ও ভাই শুকুর আলীকে গ্রেফতার করা হয়েছে।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে এসআই আব্দুর রাজ্জাক, এসআই উত্তম কুমার ও এএসআই আব্দুল আলীমসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

এছাড়া সদর থানা পুলিশের অভিযানে সদর থানায় নিয়মিত মামলা নং ১ তারিখ ১/১০/২০২২ আসামি দক্ষিণশালিকা গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে ইমাদুল ইসলাম, হেরোইন বিক্রির অভিযোগে নিয়মিত সদর থানার মামলার আসামি গোভীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে লিখন হোসেন, লিয়াকত আলীর ছেলে শরিফুল ইসলাম, আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলা ১১৪/২২, আর ৪০৫/২২, পি ৪০৯/২২ মামলার আসামি আমঝুপি গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত মহসীন আলীর ছেলে লইতু, তার ছেলে সিআর ১১৪/২২ পি-৪১০/২২ আর ৪০৯/২২ নং মামলার আসামি মো. হাসান, আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলার আসামি আশরাফপুর গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে খাদিমুল ইসলাম, সিআর ১৭৬/২২ মামলার আসামি পিরোজপুর গ্রামের গোলাম খাঁর ছেলে আব্দুর রশিদ, সিআর ২৬২/২২ পি-৪১৩/২২ নং মামলার আসামি মেহেরপুর শহরের পৌর কলেজপাড়া এলাকার ফিরোজ উদ্দীনের ছেলে শওকত ওসমান ও তার ভাই সিআর ২৬৯/২২, পি-৪১২/২২ মামলার আসামি উজ্জল হোসেন ও পারিজারি আইনে ১৩/২২ আর-৪১০/২২, পি ৪১৪/২২ নং মামলার আসামি কুতুবপুর গ্রামের আমির উদ্দীনের ছেলে জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সদর থানার থানার ওসি রফিকুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নির্দেশে পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে। রোববার (২ অক্টোবর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে আসামিদের মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী