বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেহেদি পাতার ভিন্ন ব্যবহার

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২ ১৫ ০৩ ০২  

মেহেদি-পাতার-ভিন্ন-ব্যবহার

মেহেদি-পাতার-ভিন্ন-ব্যবহার

হাত রাঙাতেই শুধু নয় ত্বকের যত্নেও মেহেদি পাতার জুরি নেই। এই পাতা প্রকৃতিক মাউথওয়াশও। মেহেদি পাতা দিয়ে ত্বকের ব্রণ দূর করা যায় আবার চুলের যত্নও নেয়া যায়।

ত্বকের যত্নে : পানিতে কয়েকটি মেহেদি পাতা ফুটিয়ে নিন। পানি লাল হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। পানি ছেঁকে নিন। কুসুম গরম থাকতে থাকতে পানি মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ব্রণ দূর হবে।

মাউথওয়াশ হিসেবে : মেহেদি গুঁড়া পানিতে মিশিয়ে গার্গল করলে প্রাকৃতিক মাউথওয়াশের কাজ করবে।

চুলের যত্নে : একটি পাত্রে সরিষার তেল ও কয়েকটি মেহেদি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে মাথার তালুতে ঘষে ঘষে লাগান এই মিশ্রণ। এটি অকালে চুল পড়া রোধ করবে।

 চুল সিল্কি করতে : মেথি, সরিষার তেল ও মেহেদি পাতা একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। তরল হয়ে আসলে চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি চুল পরিষ্কার করার পাশাপাশি দূর করবে খুশকিও। 

সূত্র: বোল্ডস্কাই
 

Provaati
    দৈনিক প্রভাতী