রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেসির সঙ্গে দেখা করবেন বার্সা সভাপতি

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০১  

মেসির-সঙ্গে-দেখা-করবেন-বার্সা-সভাপতি

মেসির-সঙ্গে-দেখা-করবেন-বার্সা-সভাপতি

লিওনেল মেসি তার প্রাণের ক্লাব বার্সেলোনা ছেড়ে গেছেন এক বছর আগে। বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে তার চুক্তির বাকিও আর এক বছর। তাই তার বার্সেলোনায় ফেরা নিয়ে চলছে বিস্তর আলোচনা। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা ও কোচ জাভি হার্নান্দেজ তো অনেকবারই বলেছেন মেসির কথা।

এসব কারণে গুঞ্জনটা ক্রমেই আরো জোরালো হচ্ছে। এবার সভাপতি লাপোর্তা জানালেন, আগামী সোমবার মেসির সঙ্গে দেখা করবেন তিনি। 

গেল সপ্তাহে লাপোর্তা জানিয়েছিলেন, তাদের ইতিহাসের সেরা এই খেলোয়াড়ের ভাস্কর্য ন্যু ক্যাম্পের সামনে স্থাপন করার পরিকল্পনা আছে বার্সার। বলেছিলেন, ‘আমরা অবশ্যই মেসির একটা মূর্তি ন্যু ক্যাম্পের ঠিক বাইরে স্থাপন করতে চাই। ইয়োহান ক্রুইফের ভাস্কর্যের ঠিক পাশেই থাকবে সেটা।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আবারও ইঙ্গিত দিয়েছেন সেদিকে। তিনি বলেন, ‘আমরা মেসিকে সম্মান জানাতে চাই, সে ইতিহাসের সেরা খেলোয়াড়। সিদ্ধান্তটা নেয়া হয়ে গেছে, আমরা এটা নিয়ে কাজ করছি। সোমবার তার সঙ্গে প্যারিসে দেখা হবে আমার। আমি জানি মেসির কাছে বার্সেলোনা কী অর্থ বহন করে।’

বার্সার যুব দলের চৌকাঠ পেরিয়ে মূল দলে এসেছিলেন মেসি। ২০০৪ সালের ১৬ অক্টোবর নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লের বিপক্ষে অভিষেক হয় তার। সেই ম্যাচের ৮২ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ডেকোর পরিবর্তে তাকে মাঠে আনেন তৎকালীন কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড। 

সেই ম্যাচের ১৮তম বর্ষপূর্তি আগামীকাল রোববার। সে কথাটা লাপোর্তা যে ভুলে যাননি, সেটাই মনে করিয়ে দিলেন সেই সাক্ষাৎকারে। বললেন, ‘রোববার মেসির প্রথম ম্যাচের ১৮তম বর্ষপূর্তি।’ 

শেষ কিছু দিনে মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন জোরালো হচ্ছে ক্রমেই। স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, আগামী বছরের পহেলা জুলাই বার্সেলোনার জার্সি আবারও গায়ে চড়াবেন তিনি। তবে লাপোর্তা জানালেন, এখনই এইসব বিষয়ে কথা বলতে পারবেন না তিনি।

বার্সা সভাপতি বলেন, ‘মেসি এখন পিএসজির খেলোয়াড়, আমাদের বিষয়টাকে সম্মান জানাতে হবে। আমরা এখন তার ফেরা নিয়ে কথা বলতে পারব না।’

Provaati
    দৈনিক প্রভাতী