বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেসিকে আরো ৩ বছর রাখতে চায় পিএসজি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১০ ১০ ০২  

মেসিকে-আরো-৩-বছর-রাখতে-চায়-পিএসজি

মেসিকে-আরো-৩-বছর-রাখতে-চায়-পিএসজি

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমিয়েছেন এক বছর পেরিয়ে গেছে। দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাবটিতে পাড়ি জমিয়েছিলেন তিনি, চুক্তির হিসেবে বাকি আছে আরো এক বছর। এমতাবস্থায় তাকে আরো তিন বছর ধরে রাখতে চায় পিএসজি।

আগামী জুনেই পিএসজির সঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের চুক্তি শেষ হবে। তবে তাকে আরো বেশি সময়ের জন্য ধরে রাখতে চায় ক্লাবটি। পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোসও জানিয়েছেন মেসিকে ধরে রাখার কথা। তিনি বলেছেন, মেসিকে ধরে রাখার জন্য এরই মধ্যে তার সঙ্গে কথা বলেছে পিএসজি। 

প্রথম মৌসুমে বিবর্ণ থাকলেও ৩৫ বছর বয়সী মেসি চলতি মৌসুমে পিএসজির অন্যতম সেরা পারফর্মার হিসেবেই আবির্ভূত হয়েছেন। চলতি মৌসুমটা দারুণভাবে শুরু করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি এখন পর্যন্ত পিএসজির হয়ে ১০ ম্যাচে করেছেন পাঁচটি গোল, অ্যাসিস্ট ৮টি।

প্যারিসে নতুন জীবনে মেসির পরিবারকেও বেশ স্বচ্ছন্দই দেখা যাচ্ছে। তবে এরপরও তিনি চুক্তি শেষ হয়ে গেলে পিএসজিতে থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ওদিক থেকে যে বার্সেলোনা তাকে ফিরে পাওয়ার জন্য ডাকছে!

তবে পিএসজিও হাল ছেড়ে দিচ্ছে না। ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস এই বিষয়ে বললেন, ‘আমি মেসিকে জিজ্ঞেস করেছি সে থাকতে চায় কি না। আমি তাকে বলেছি, আমি আশা করছি সে এখানে আমি যতদিন আছি, ততদিন তাকেও পিএসজিতে পাওয়া যাবে। লিওকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।’ 

তবে মেসির পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্তটা এখনো আসেনি। তিনি অপেক্ষা করছেন বিশ্বকাপের জন্য। কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন, বিষয়টা অনেকটা প্রতিষ্ঠিতই হয়ে গেছে।  

কোপা আমেরিকা শিরোপা জিতেছেন গেল বছর। আলবিসেলেস্তে অধিনায়কের চোখ এবার বিশ্বকাপে। মেসি এখন পিএসজির পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়েই ভাবছেন বেশি। সেই বিশ্বকাপই মেসির ক্যারিয়ার সায়াহ্নের গতিপথ নির্ধারণ করে দেবে বলে ধারণা করা হচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী