বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুহূর্তেই শেষ বিশ্বকাপে বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচের টিকিট

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০১  

মুহূর্তেই-শেষ-বিশ্বকাপে-বাংলাদেশ-দ-আফ্রিকা-ম্যাচের-টিকিট

মুহূর্তেই-শেষ-বিশ্বকাপে-বাংলাদেশ-দ-আফ্রিকা-ম্যাচের-টিকিট

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। আর মাত্র এক মাস পরই শুরু হবে টি-২০র মহাযজ্ঞ। আসরের প্রধান আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে আগেই। একই সঙ্গে বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচের টিকিটও মুহূর্তেই শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এই মেগা ইভেন্টের জন্য টিকিট ছাড়ে আইসিসি। টুর্নামেন্টের ৫ লাখ টিকিট এরই মধ্যে শেষ হয়ে গেছে। তার মধ্যে ভারত-পাকিস্তান ও বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচের টিকিটও আছে।

জানা গেছে, বাংলাদেশের এই ম্যাচের মূল গ্যালারির টিকিট তো শেষ হয়েছেই, অ্যাডিশনাল স্ট্যান্ডিং রুমের যা টিকিট ছিল, তাও শেষ হয়ে গেছে। তবে আপনি বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচ দেখার ইচ্ছা পোষণ করে থাকলে হতাশ হওয়ার কারণ নেই। বাড়তি টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে শিগগিরই। 

আগ্রহীদের সেখানে অপেক্ষমানদের তালিকায় নাম লেখানোর আহ্বান জানানো হয়েছে। এখানেও যদি না হয়, তাহলেও সমস্যা নেই। আইসিসি জানাচ্ছে, ম্যাচের কিছু দিন আগে আইসিসি একটি আনুষ্ঠানিক রি-সেল প্ল্যাটফর্ম খুলবে। সেখানে ভক্তরা চাইলেই টিকিট বদলে নিতে পারবেন।

সুপার টুয়েলভের আরো কিছু ম্যাচের টিকিট শেষ হওয়ার পর্যায়ে আছে। তেমন একটি ম্যাচ হচ্ছে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটি। আগামী ২২ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দুই দলের মুখোমুখি হওয়ার কথা।

৩০ অক্টোবর পাকিস্তানের সঙ্গে এ গ্রুপের রানার্স আপদের ম্যাচ, ভারত-দ. আফ্রিকা ম্যাচ, ৩ নভেম্বর পাকিস্তান-দ. আফ্রিকা ম্যাচের টিকিটও শেষ হওয়ার পথে আছে। 

এবার টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সরাসরি সুপার টুয়েলভে। সেখানে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া বাংলাদেশের তিন প্রতিপক্ষ হচ্ছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল প্রথম পর্ব খেলে আসবে।

Provaati
    দৈনিক প্রভাতী