রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মায়ের সঙ্গে অভিমান, বিয়ের পিঁড়িতে বসা হলো না যুবকের

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

মায়ের-সঙ্গে-অভিমান-বিয়ের-পিঁড়িতে-বসা-হলো-না-যুবকের

মায়ের-সঙ্গে-অভিমান-বিয়ের-পিঁড়িতে-বসা-হলো-না-যুবকের

২১ অক্টোবর নতুন জীবন শুরু করার কথা ছিল। তবে বিয়ের নানা বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না।

বিয়েকে কেন্দ্র করে  মায়ের সঙ্গে অভিমান করে নিজের ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সবুজ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরি গ্রাম থেকে সবুজের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, ২১ অক্টোবর ছিল সবুজের বিয়ে। আর বিয়ের নানা বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে তার কয়েক বার কথা কাটাকাটি হয়। বিয়ের বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। পরে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে সবুজ। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে সবুজ আত্মহত্যা করেছে। বিয়েকে কেন্দ্র করে তার মা-বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল। এক পর্যায়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী