শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মায়ের পচা-গলা লাশ সবার সামনে আনব : মরিয়ম

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০২  

মায়ের-পচা-গলা-লাশ-সবার-সামনে-আনবমরিয়ম

মায়ের-পচা-গলা-লাশ-সবার-সামনে-আনবমরিয়ম

সম্পর্কিত খবর ‘মায়ের লাশ’ আনতে ময়মনসিংহ যাচ্ছেন মরিয়ম ২৭ দিন পর মায়ের লাশ পেলেন মরিয়ম, ফেসবুকে স্ট্যাটাস খুলনার দৌলতপুরের বণিকপাড়া থেকে নিখোঁজ রহিমা খাতুনের লাশ পেয়েছেন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার মেয়ে মরিয়ম মান্নান। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মরিয়ম মান্নান ফেসবুক পোস্টে বিষয়টি জানান।

শুক্রবার সকালে লাশ শনাক্ত করতে ময়মনসিংহ যাবার কথা ফেসবুকে লেখেন তিনি। তিনি লেখেন- ময়মনসিংহের ফুলপুর যাচ্ছি, আমার হতভাগিনী মায়ের পচা-গলা লাশ অফিসিয়ালি বুঝে নিতে। 

তিনি আরো লেখেন- আমার মায়ের চুল, আমার মায়ের কপাল, আমার মায়ের হাত আমি চিনবো না তো কে চিনবে! এরপর আরো একটি পোস্ট করেন তিনি। যাতে লেখেন- যারা যারা বলেছিলেন আমার মা আত্মগোপন করেছেন তারা সবাই নাক ঢাকার জন্য ব্যবস্থা করুন কারণ আমার মায়ের পচা-গলা আর পোকায় খাওয়া লাশটা নিয়ে আমি আপনাদের কাছে সবার আগে যাবো!

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি পোস্ট দেন তিনি তিনি। তাতে লেখেন- আমার মায়ের লাশ পেয়েছি আমি এই মাত্র। এর ঘণ্টাখানেক পর আরেক পোস্টে লেখেন- আর কারও কাছে যাবো না। কাউকে আর বলবো না আমার মা কোথায়। কাউকে বলবো না আমাকে একটু সহযোগিতা করুন। কাউকে বলবো না আমার মাকে একটু খুঁজে দেবেন। কাউকে আর বিরক্ত করবো না। আমি আমার মাকে পেয়ে গেছি।

ময়মনসিংহের ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ১০ সেপ্টেম্বর সকালে থানার বওলা এলাকায় একটি কবরস্থানের ঝোপজঙ্গল থেকে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। নারীর বয়স ৩০–এর বেশি হতে পারে। দুই দিন পর ১২ সেপ্টেম্বর লাশটি দাফন করেছেন। তবে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় আলামতও সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরো বলেন, মরিয়ম বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফোন করে জানান তিনি সকালে থানায় এসে জব্দ করা নারীর পোশাকসহ অন্যান্য আলামত দেখবেন। যদি তার পোশাক দেখে মেয়েটি বলেন এগুলো তার মায়ের, তাহলে চূড়ান্তভাবে লাশ শনাক্তে মেয়ের ডিএনএ পরীক্ষা করানো হতে পারে।

পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, রহিমা বেগমের মেয়ে মরিয়ম তদন্ত কর্মকর্তাকে বলেছেন যে পরনের কাপড়ের ছবি দেখে তিনি মায়ের লাশ শনাক্ত করেছেন। তদন্ত কর্মকর্তা মরিয়মকে ফুলপুর থানায় যাওয়ার জন্য বলেছেন। সেখানে তার ডিএনএ সংগ্রহ করে উদ্ধার করা মরদেহের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা হবে। যদি ডিএনএ মেলে, তাহলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

Provaati
    দৈনিক প্রভাতী