বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়াগামী ট্রলারডুবি: রোহিঙ্গাসহ ২৪ জনের নামে মামলা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

মালয়েশিয়াগামী-ট্রলারডুবি-রোহিঙ্গাসহ-২৪-জনের-নামে-মামলা

মালয়েশিয়াগামী-ট্রলারডুবি-রোহিঙ্গাসহ-২৪-জনের-নামে-মামলা

সম্পর্কিত খবর অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার  কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে টেকনাফ থানায় মামলাটি করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই হুসনে মুবারক। মামলায় টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়ার হাসান আলীর ছেলে শহিদ উল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. রশিদ, একই ক্যাম্পের মো. শরীফ, টেকনাফের কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ, মহেশখালীর কুতুবজুম গ্রামের মো. সেলিম, একই এলাকার কোরবান আলী ও ঈদগাঁর হাজিপাড়ার মো. আব্দুল্লাহ।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই হুসনে মুবারক। এর মধ্য বুধবার ট্রলারডুবিতে উদ্ধার রোহিঙ্গাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয় রোহিঙ্গাবাহী ট্রলার। কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে ট্রলারটি ডুবে যায়। এতে এখন পর্যন্ত তিন রোহিঙ্গা নারী ও এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বুধবার ৪৫ জনকে জীবিত উদ্ধার করেছিল কোস্টগার্ড। ট্রলারটিতে ৭০ জনের মতো ছিলেন বলে জানিয়েছেন উদ্ধারকৃতরা।

Provaati
    দৈনিক প্রভাতী