সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মামার গ্যাস পাম্পে ভাগনের ঝুলন্ত লাশ

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

মামার-গ্যাস-পাম্পে-ভাগনের-ঝুলন্ত-লাশ

মামার-গ্যাস-পাম্পে-ভাগনের-ঝুলন্ত-লাশ

সম্পর্কিত খবর পঞ্চগড়ে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মামার গ্যাস পাম্প থেকে ভাগনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া রফিক ভূঁইয়ার এলপিজি ফিলিং স্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম জুনায়েদ হোসেন। ২২ বছর বয়সী জুনায়েদ উপজেলার নাগাইশ গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি গ্যাস পাম্পে থাকতেন।

গ্যাস পাম্পের মালিক রফিক ভূঁইয়া বলেন, জুনায়েদ আমার আপন ভাগনে। তার বাবা মারা যাওয়ায় আমার গ্যাস পাম্পে চাকরি দেই। শুক্রবার রাতে কাজ শেষে পাম্পের একটি কক্ষে ঘুমাতে যায় জুনায়েদ। শনিবার সকালে পাম্পের সামনে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখি। জুনায়েদেরও কক্ষটিও ভেতর থেকে লাগানো। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাইনি। পরে পেছনের জানালার গ্লাস ভেঙে দেখি জুনায়েদ ঝুলছে। এরপর থানায় খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার এসআই রবিন বলেন, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতের কোনো এক সময় সিলিংফ্যানের রডের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী