সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মানিকগঞ্জে ফাইজুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

মানিকগঞ্জে-ফাইজুদ্দিন-হত্যা-মামলার-প্রধান-আসামি-গ্রেফতার

মানিকগঞ্জে-ফাইজুদ্দিন-হত্যা-মামলার-প্রধান-আসামি-গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয়ে চাঞ্চল্যকর ফাইজুদ্দিন বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামি আবু তালেবকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় আসামির কাছ থেকে একটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড এবং একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু তালেব মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা গ্রামের আব্দুল গফুর আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবু তালেব মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা এলাকার আলোচিত ফাইজুদ্দিন বিশ্বাস হত্যাকাণ্ডের প্রধান আসামি। গত ১ অক্টোবর জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ফাইজুদ্দিন বিশ্বাসকে তার বসতবাড়ির পেছনে আবু তালেবসহ আরো চার থেকে পাঁচজন এলোপাতাড়ি মারপিট এবং তলপেটে লাথি দিয়ে গুরুতর আহত করেন। পরে ফাইজুদ্দিন বিশ্বাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফাইজুদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত ফাইজুদ্দিন বিশ্বাসের মেয়ে ঝর্ণা বেগম বাদী হয়ে শিবালয় থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মো. আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাঁচাবাজার এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি আবু তালেবকে গ্রেফতার করা হয়।

Provaati
    দৈনিক প্রভাতী