বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাদক সেবনের সময় রামকুমারকে কোপাল বন্ধুরা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০২  

মাদক-সেবনের-সময়-রামকুমারকে-কোপাল-বন্ধুরা

মাদক-সেবনের-সময়-রামকুমারকে-কোপাল-বন্ধুরা

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে তিন বন্ধু মিলে মাদক সেবনের সময় দায়ের কোপে একজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুরে বুধবার রাতে সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টায় শ্রীগোবিন্দপুর চা বাগানের নতুন লাইন এলাকায় মৃত হানিফের ছেলে খোকনের (৩৫) বাড়ির উঠানে একই চা বাগানের নতুন লাইন এলাকার মৃত মালুয়া পাশীর ছেলে উত্তমপাশী (৩০) ও চা বাগানের পূর্বপাড়ার মৃত মালোয়া দেশওয়ার ছেলে রামকুমার দেশওয়ার (৩৮) মিলে দেশীয় মদ সেবন করছিলেন। এ সময় ধারালো দা দিয়ে কুপিয়ে রামকুমার দেশওয়ারকে গুরুতর আহত করে উঠানেই ফেলে রাখেন।

পরে খোকন মোবাইলে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীকে জানান, রামকুমার তার বাড়িতে চুরি করার জন্য আসলে তাকে পিটিয়ে আহত করা হয়েছে। চেয়ারম্যান সঙ্গে সঙ্গে স্থানীয় কিছু লোককে ঘটনাস্থলে গিয়ে খবর নেয়ার জন্য বললে তারা রক্তাক্ত অবস্থায় রামকুমারকে উদ্ধার করে রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

এদিকে ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান আসিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। কমলগঞ্জ থানা পুলিশ খোকনের বাড়ি থেকে খোকনের মা, খোকনের ছোট ভাই জসিম (২৭) ও ছোট বোন সেলিনাকে (২৩) সন্দেহজনকভাবে আটক করে থানায় নিয়ে এসেছে।

এদিকে ঘটনার পর থেকে খোকন ও তার অপর বন্ধু উত্তমপাশী পলাতক রয়েছেন। এ ব্যাপারে রামকুমারের বড় ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হলে তদন্তক্রমে মূল রহস্য উদঘাটন হবে।

Provaati
    দৈনিক প্রভাতী