বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাথায় বল লেগে হাসপাতালে আইপিএল তারকা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০২  

মাথায়-বল-লেগে-হাসপাতালে-আইপিএল-তারকা

মাথায়-বল-লেগে-হাসপাতালে-আইপিএল-তারকা

ভারতের ঘরোয়া ক্রিকেট লিগ দিলিপ ট্রফির ম্যাচে মাথায় বলের আঘাতে আইপিএলে কেকেআরে খেলা ভেঙ্কটেশ আয়ার এখন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

দিলিপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের ম্যাচ চলছিল। পশ্চিমাঞ্চলের বোলারদের দাপটে তখন মধ্যাঞ্চলের খুবই খারাপ অবস্থা। ৬৬ রানে দল পাঁচ উইকেট হারিয়েছে, এমন অবস্থায় ব্যাট করতে নেমেছিলেন আয়ার।

চিন্তন গাজার বলে ছয় মেরে ইনিংস শুরু করেন তিনি। পরের বলে আয়ারের শট সোজাসুজি যায় গাজার হাতে। কিন্তু আয়ার রান নিতে পারেন, এই ভেবে বল তার দিকে ছুঁড়ে মারেন গাজা। আর সেই বলই গিয়ে লাগে আয়ারের মাথায়।

যন্ত্রণায় মাথা চেপে ধরে মাটিতে বসে পড়েন তিনি। সবাই ছুটে আসে। স্ট্রেচার এবং অ্যাম্বুলেন্স মাঠে এলেও হেঁটেই মাঠ ছাড়েন আয়ার। যদিও প্রাথমিক চিকিৎসার পর ব্যাট করতে নামেন; কিন্তু ম্যাচের পর সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আয়ারকে। 

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, 'ভেঙ্কটেশ এখন ভালোই আছে। হোটেলে ফিরে এসেছে। আমার সঙ্গে ওর কথা হয়েছে। দেখে মনে হচ্ছে এখন ভাল আছে। কনকাশন হয়নি, এটাই বড় বিষয়। আমরা অনেকটা চিন্তামুক্ত হয়েছি। মাঠ থেকে বেরোনোর পর চিকিৎসকরা পরীক্ষা করেছে। পরে ব্যাটও করতে নেমেছিল। ম্যাচের পর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর কিছু পাওয়া যায়নি।' 

এই ঘটনা নিয়ে ভেঙ্কটেশ আয়ার বলেন, 'আমার কানের ঠিক নীচে বল লেগেছিল। কিন্তু এখন ভাল আছি। আমাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্বিতীয় ইনিংসে নামতে পারবেন কিনা এখনই বোঝা যাচ্ছে না।’

Provaati
    দৈনিক প্রভাতী