বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা: নিহত ৩, আহত ১২

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ১১ ১১ ০২  

মাইক্রোবাস-নিয়ন্ত্রণ-হারিয়ে-বাসে-ধাক্কা-নিহত-৩-আহত-১২

মাইক্রোবাস-নিয়ন্ত্রণ-হারিয়ে-বাসে-ধাক্কা-নিহত-৩-আহত-১২

সিরাজগঞ্জের কামারখন্দায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক জানান, নাটোরের বনপাড়া থেকে একটি মাইক্রোবাস ১৫ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি ঝাঐল ওভার ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরো ১২ জন।

তিনি আরো বলেন, খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান। নিহত তিনজনের লাশ মর্গে পাঠানো হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী