বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না বীর মুক্তিযোদ্ধার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

মসজিদে-নামাজ-পড়ে-বাড়ি-ফেরা-হলো-না-বীর-মুক্তিযোদ্ধার

মসজিদে-নামাজ-পড়ে-বাড়ি-ফেরা-হলো-না-বীর-মুক্তিযোদ্ধার

গোপালগঞ্জে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লা নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত আব্দুস সালাম মোল্লা দত্তডাঙ্গা গ্রামের মৃত করিম মোল্লার ছেলে এবং কাজুলিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 

বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কাজুলিয়া ইউপির দত্তডাঙ্গা নামক স্থানে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জানা গেছে, আব্দুস সালাম মোল্লা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় মোটর সাইকেলসহ চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ওসি সেখ নাসীর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Provaati
    দৈনিক প্রভাতী