শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মঞ্চায়িত হতে যাচ্ছে দৃষ্টিপাত নাট্যদলের ২০তম প্রযোজনায় ‘বুড়া ভূতের গপ্পো’

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০১  

মঞ্চায়িত-হতে-যাচ্ছে-দৃষ্টিপাত-নাট্যদলের-২০তম-প্রযোজনায়-বুড়া-ভূতের-গপ্পো

মঞ্চায়িত-হতে-যাচ্ছে-দৃষ্টিপাত-নাট্যদলের-২০তম-প্রযোজনায়-বুড়া-ভূতের-গপ্পো

রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে আগামীকাল (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হতে যাচ্ছে দৃষ্টিপাত নাট্যদলের প্রযোজনা ও আব্দুল হালিম আজিজের পরিচালনায় প্রহসনমূলক নাটক ‘বুড়া ভূতের গপ্পো’। 

মূল নাটকটি লিখেছেন জন হাইট রিশফন ক্লাইস্ট। বাংলায় রূপান্তর করেছেন আব্দুল হালিম আজিজ। জনপ্রিয় নাটকটির ২০তম প্রযোজনা এইটি। এবারের নাটকটিরে সঙ্গীত প্রযোজনা করেছেন জেরিন।

‘বুড়া ভূতের গপ্পো’ প্রসঙ্গে পরিচাল আব্দুল হালিম আজিজ দৈনিক প্রভাতীকে বলেন, ‘বুড়া ভূতের গপ্পো’ সামাজিক প্রহসন মূলক একটি নাটক। গল্পের গাঁথুনিতে আছে আমাদের চারিপাশের মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কথকথা। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে আমাদের গ্রামীণ জনপদে শিল্পের চর্চারত একদল সাধারণ মানুষকে ঘিরে। যারা স্বপ্ন দেখে হাজারো বছরের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে, যারা উৎসব পার্বণে মেতে উঠে হাজারো সংকটে। তেমনি এক চিরচেনা চরিত্র হরিহর। জীবনের শেষ প্রান্তে এসেও পরম স্নেহে আঁকড়ে রেখেছেন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য যাত্রাপালাকে।’

 ‘বুড়া ভূতের গপ্পো’ নাটকের দৃশ্য ( ছবি: শওকত সমুদ্র)

তিনি আরও বলেন, ‘উৎসব এলেই বেজে উঠে ঢোল, বেঁজে উঠে হরিহরের কর্ণেট, আনন্দে মেতে উঠে গ্রাম, গ্রামের মানুষ। শুরুটা এমনই ছিল। কিন্তু হঠাৎ থেমে যায় সব। উৎসবে নেমে আসে কালো ছায়া । ছিন্নভিন্ন করে দেয় ছোট ছোট স্বপ্নগুলো। আবার স্বপ্ন ভাঙ্গা মানুষগুলো দাঁড়িয়ে যায় বিচারের কাঠগড়ায়। যেমনটি দাঁড়িয়েছে হরিহর, তুফান আর লক্ষ্ণী নামের মানুষেরা । তারপর চলতে থাকে বিচার - চলতে থাকে প্রহসন। তারপরও মানুষ চেয়ে থাকে প্রত্যাশায়, আগামীর পানে। কারণ তারা জানে - জয় একদিন হবেই।’

 ‘বুড়া ভূতের গপ্পো’ নাটকের দৃশ্য ( ছবি: শওকত সমুদ্র)

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুনীল কুমার দে, রফিকুল ইসলাম, সুজন খান, মতিউর রহমান বাচ্চু, তনিমা, অধরা প্রিয়া, সবুজ, সোহেল, আকাশ, ইমন, ইফাত, জিসান , ইরিনা এবং আব্দুল হালিম আজিজ। 

Provaati
    দৈনিক প্রভাতী