মগভর্তি অ্যাসিড দিয়ে কামাল বলেছিলেন ‘তোর জন্য চা এনেছি, চা খা’
মগভর্তি-অ্যাসিড-দিয়ে-কামাল-বলেছিলেন-তোর-জন্য-চা-এনেছি-চা-খা
শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ।
এর আগে, শুক্রবার দুপুরে চাঁদপুরের শাহরাস্থি উপজেলার মেহের স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল হোসেন একই জেলার ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া এলাকার রসুল করিমের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী জাকারিয়া একজন কোরআনের হাফেজ। তিনি পড়ালেখার পাশাপাশি আগ্রাবাদ কমার্স কলেজ এলাকায় দূর সম্পর্কের আত্মীয় মো. রফিকের ফ্রিজ মেরামতের দোকানে কাজ করতেন। এছাড়াও রফিকের ছেলে-মেয়েসহ এলাকার অসংখ্য বাচ্চাদের কোরআন ও ধর্মীয় শিক্ষা দিতেন। রফিকের দোকানে কাজ করতেন তারই বন্ধু ও দোকানের অংশীদার শাহজাহানের ছোট ভাই কামাল হোসেন।
একপর্যায়ে রফিক দোকান বিক্রির সিদ্ধান্ত নিলে কেনার আগ্রহ প্রকাশ করেন জাকারিয়া। এ নিয়ে অহেতুক তার সঙ্গে ঝগড়া করতেন আরেক কর্মচারী কামাল। ঘটনার আগের দিনও উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক ও ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে কামাল দোকান থেকে বেরিয়ে চলে যান।
১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর হরতাল থাকায় দোকান বন্ধ ছিল। সেদিন জরুরি কথা আছে জানিয়ে জাকারিয়াকে দোকানে ডেকে নেন কামাল। এরপর মগে করে অ্যাসিড নিয়ে জাকারিয়ার সামনে দিয়ে বলেন ‘তোর জন্য চা এনেছি, চা খা’। কিন্তু বিষয়টি বুঝতে পেরে খেতে রাজি হননি জাকারিয়া। এতে ক্ষিপ্ত হয়ে অ্যাসিডগুলো তার মুখে ছুঁড়ে মারেন কামাল। ফলে জাকারিয়ার চোখ, মুখ, বুক, হাত ঝলসে যায়। এতেও ক্ষান্ত হননি কামাল। অ্যাসিড নিক্ষেপের পরও মৃত্যু না হওয়ায় জাকারিয়ার গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যান তিনি।
গুরুতর আহত জাকারিয়ার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এরপর খবর পেয়ে তাকে উদ্ধার করে পাহাড়তলী চক্ষু হাসপাতালে নেয় পুলিশ। টানা চারদিন সেখানে চিকিৎসা নেয়ার পর জ্ঞান ফিরে জাকারিয়ার। পরে চোখ ও শরীর অ্যাসিডে ঝলসানোর ভয়াবহতা দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে জাকারিয়া সর্বপ্রথম আয়নায় নিজের বীভৎস চেহারা দেখে অজ্ঞান হয়ে যান এবং ৩০ দিন কোমায় থাকেন। পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অ্যাসিডে জাকারিয়ার এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়, চোখের পাপড়ি ঝলসে যায় এবং মুখ, বুক ও হাত ঝলসে যায়। পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসার পর মোটামুটি সুস্থ হলে সৌদি আরব চলে যান তিনি।
এদিকে, ঘটনার পরদিন ১৮ সেপ্টেম্বর নগরের ডবলমুরিং থানায় মামলা করেন জাকারিয়ার বাবা মোহাম্মদ ইউনুস মিয়া। কিন্তু ঘটনার পর থেকে আত্মগোপন করেন কামাল। মামলাটির তদন্ত শেষে ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। পরে চলতি বছরের ২৪ এপ্রিল কামালকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয় আদালত।
লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে ধরতে নজরদারি অব্যাহত রাখে র্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে চাঁদপুরের শাহরাস্থি উপজেলার মেহের স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার পর থেকে কিছুদিন পলাতক থাকার পর একসময় নিজ এলাকা চাঁদপুরের ফরিদগঞ্জে চলে যান কামাল। এলাকায়ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তিনি। সেখানে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত স্টুডিও কর্মচারী হিসেবে কাজ করতেন। এরপর ২০০৩ সাল পর্যন্ত করেন কৃষিকাজ। একপর্যায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি ডাকাতির মামলায় চলে যান জেলে। ২০০৭ সালে জেল থেকে বেরিয়ে রাজধানীর যাত্রাবাড়ির কাঁচামালের আড়তে শুরু করেন সবজির ব্যবসা।
২০১০ সালের পর ডাকাতির মামলায় ফের চলে যান জেলে। ২০১৩ সালে জেল বেরিয়ে আবারো শুরু করেন কৃষিকাজ। পরবর্তীতে ২০১৩ সালে নিজ এলাকা ফরিদগঞ্জ ছেড়ে শাহরাস্থি চলে যান। সেখানে শুরু করেন বালুর ব্যবসা। ওই এলাকায় স্থানীয় হিসেবে বসবাস শুরু করেন।
র্যাব কর্মকর্তা এমএ ইউসুফ আরো বলেন, কামালের বিরুদ্ধে ডবলমুরিং থানার অ্যাসিড নিক্ষেপের মামলা ছাড়াও চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় ছয়টি ও লক্ষ্মীপুরের রায়গঞ্জ থানায় একটি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।
- সোনারগাঁও হোটেলের নির্বাহী পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- যায়যায়দিনের বিশেষ প্রতিনিধিকে হুমকি দিল মানব পাচারকারী
- পঞ্চগড় থেকে আরো বেশি স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা
- খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৮ নভেম্বর
- সাংবিধানিক বিষয়ে তাড়াহুড়ো নয়: তারেক রহমান
- সৎ ও নিষ্ঠাবান রাজনীতিক সহকারী অধ্যাপক একলাছুর রহমান একলাছ
- স্টামফোর্ড ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা এ হান্নান ফিরোজ জন্মবার্ষ
- সৎ ও নিষ্ঠাবান রাজনীতিক আলাউদ্দিন নাসিম
- সিঙ্গাপুরে গড়েছে অপরাধের সামাজ্র্য
অনিয়ম ও দুর্নীতি`র বরপুত্র হন্ডি জামান - মেহেরুন মনসুরের বিলাসবহুল জীবনযাপনের অর্থের মূল উৎস কোথায় ?
- স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পুনর্বহা
- বেনজীরের ব্যবসায়িক পার্টনার রাসেলের ইউসিবি ব্যাংক দখলের পায়তারা
- পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের
- হত্যা ও চাঁদাবাজির হুমকিতে আতঙ্কিত আড়াইহাজারের ব্যবসায়ীরা
- প্রবাসী তানভীর অপুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ
- প্রফেশনাল বক্সিং সোসাইটির উদ্যোগে বন্যা দুর্গতের ত্রাণ বিতরণ
- যায়যায়দিনের বিশেষ প্রতিনিধিকে হত্যার হুমকি
- একরামুন্নেছার প্রধান শিক্ষক হোসনেয়ারা`র পদত্যাগ
- ডুবতে বসেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
- সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে ফাস্ট ফাইনান্সের করা মামলা খারিজ
- অতিষ্ঠ বনশ্রীবাসী
বনশ্রীর অঘোষিত ডন সাব্বির - রাজস্ব আদায় ও রিজার্ভ সংকট।
- প্রভাষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন
- বইমেলায় হুমায়রা স্যারনের তিনটি হরর থ্রিলার বই
- আইএসডিবি আইটি গ্র্যাজুয়েটরা
আইটি সেক্টরে উল্লেখ্য অবদান রাখছে - বইমেলায় ফারহানা মোস্তফা লিজার ‘দৌর্মনস্য ও কোরআন’
- পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানাল জাহানারা বাসার
- পঙ্গু স্বামী-সন্তান নিয়ে ধারে ধারে ঘুরছে রিক্তা
ভূমি খেকুর দখলে বসতভিটা - সৌদি আরব সকল দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে: রাষ্ট্রদূত
- শিশু শিল্পী দুরন্ত কুঁড়েঘরে গান গেয়ে ভাইরাল
- চট্টগ্রামে বিচারকের ওপর হামলা, দুইজন রিমান্ডে
- চুরি শেষে ঘরে আগুন ধরিয়ে দিল চোর
- আশুলিয়ায় ১০ চাঁদাবাজ হাতেনাতে আটক
- রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
- বিয়েতে মাংস কম দেওয়ায় মারামারি
- জোয়ারে ভরে পেট, ভাটায় ভেজে গলা
- ২০০ বছরের খোয়া সাগর দিঘি
- খেয়ালখুশিতে ফার্মেসি ব্যবসা
- নেত্রকোনায় বাসচাপায় যুবক নিহত
- সড়কে প্রাণ গেল যুবলীগ নেতার
- রঙ-তুলিতে বদলে যাচ্ছে বিদ্যালয়
- ভিজিএফ এর চাল বিতরণে পুকুর চুরি!
- কৃষককে পিষে মারল হাতি
- কাকডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের সৌজন্য সাক্ষাত