শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভয়ে আর ‘কালো ডিম’ পাড়ছে না সেই হাঁস

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০২  

ভয়ে-আর-কালো-ডিম-পাড়ছে-না-সেই-হাঁস

ভয়ে-আর-কালো-ডিম-পাড়ছে-না-সেই-হাঁস

সম্পর্কিত খবর সেই পাতিহাঁস পাড়ল আরো একটি কালো ডিম  দেশি হাঁস পাড়ল কালো ডিম দুইদিন ধরে আর কালো ডিম পাড়ছে না ভোলার চরফ্যাশনের দেশি পাতিহাঁসটি। শুক্রবার ও শনিবার আর কোনো ডিম পাড়েনি হাঁসটি। হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দেয়াকে হাঁসটির ভয়ের কারণ হতে পারে বলে মনে করছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল।

তিনি বলেন, হাঁসে কালো ডিম পাড়ার খবরে ওই বাড়িতে ভিড় করেছে উৎসুক জনতা। সবাই মিলে হাঁসটিকে ধরে ছবি তুলছে। এ কারণে ভয় পেতে পারে হাঁসটি। এছাড়াও হাঁসটির গায়ে জ্বর দেখা দিয়েছে। এজন্যই হয়তো ডিম পাড়া বন্ধ করে দিতে পারে হাঁসটি।

তিনি আরো জানান, কেনো হাঁসটি কালো ডিম পাড়ছে, সেজন্য ওই ডিমের সেম্পল সংগ্রহ করতে চাইলেও রাজি হচ্ছেন না মালিক। তারপরেও আমরা ওই হাঁসটিকে পর্যবেক্ষণে রেখেছি। হাঁসটি যদি সাতটি ডিম পাড়ে তাহলে যেভাবেই হোক ওইসব ডিমের সেম্পল সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে। এরপর মূল কারণ জানা যাবে।

জানা যায়, চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের দাস কান্দি গ্রামের মতিন ও তাসলিমা দম্পতির খামারের একটি হাঁস গত বুধবার ও বৃহস্পতিবার দুইদিনে দুইটি কালো ডিম পাড়ে। যা নিয়ে ইতোমধ্যে জেলাসহ দেশজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

হাঁসের মালিক মতিন বলেন, হাঁসটি দুইটি কালো ডিম পাড়ার খবরে বাড়িতে ছিল উৎসুক মানুষের উপচে পড়া ভিড়। তবে শুক্রবার-শনিবার আর কোনো ডিম পাড়েনি হাঁসটি। এছাড়া ওই হাঁসটি আগের মত খাবারও খাচ্ছে না।

Provaati
    দৈনিক প্রভাতী