সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের পর পাকিস্তানেও শুরু হচ্ছে নারীদের টি-২০ লিগ

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০১  

ভারতের-পর-পাকিস্তানেও-শুরু-হচ্ছে-নারীদের-টি-২০-লিগ

ভারতের-পর-পাকিস্তানেও-শুরু-হচ্ছে-নারীদের-টি-২০-লিগ

আগামী বছর থেকে ভারতে শুরু হতে চলেছে নারীদের আইপিএল। তাদের দেখাদেখি এবার পাকিস্তানেও মহিলা ক্রিকেটারদের জন্য ঘরোয়া টি-২০ লিগের আয়োজন করতে চলেছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গেই চলবে নারীদের লিগ। যা শুরু হবে ২০২৩-এর মার্চে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে জানানো হয়েছে, মোট চারটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে।

প্রতিটি দলে সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার থাকতে পারবে। এর মধ্যে ১২ জন পাকিস্তানের এবং ছয় জন বিদেশি হবে। পাকিস্তান সুপার লিগের ফাইনালের আগের দিন মহিলাদের এই লিগের ফাইনাল হবে। ১৯ মার্চ পিএসএলের ফাইনাল হওয়ার কথা। প্রতিটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে।

এ বিষয়ে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, নারীদের লিগের ঘোষণা করতে পেরে আমি আপ্লুত। মহিলাদের ক্রিকেটে আরো বেশি করে প্রতিভা তুলে আনতে সাহায্য করবে এই লিগ। পাশাপাশি যারা রয়েছে তারাও বিদেশিদের সঙ্গে সাজঘর ভাগ করে নিয়ে নিজেদের দক্ষতায় শান দিতে পারবে।

Provaati
    দৈনিক প্রভাতী