সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের কাছে হারল বাংলাদেশ, সেমিফাইনাল নিয়ে শঙ্কা

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

ভারতের-কাছে-হারল-বাংলাদেশ-সেমিফাইনাল-নিয়ে-শঙ্কা

ভারতের-কাছে-হারল-বাংলাদেশ-সেমিফাইনাল-নিয়ে-শঙ্কা

সিলেটে চলছে নারী এশিয়া কাপ। সাত দলের এ টুর্নামেন্টে সেমিফাইনালে জায়গা করতে চাইলে দলগুলোকে সেরা চারে থাকতে হবে। এ অবস্থায় আজ ভারতের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। যার ফলে টাইগ্রেসদের সেমিফাইনাল নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

ভারতের বিপক্ষে খেলার আগে প্রথম তিন ম্যাচের দুটো হেরে বাংলাদেশের অবস্থান ছিল চার নম্বরে। বড় ব্যবধানে আজ ভারতের কাছে হেরে পয়েন্ট টেবিলে না পেছালেও রান রেটে ব্যাপক পিছিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

যার ফলে সেমিফাইনালের সম্ভাবনা নিয়ে এখন ভাবতে হচ্ছে বাংলাদেশকে। কারণ সমান ৪ পয়েন্ট নিয়ে ফারজানা-তৃষ্ণাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে থাইল্যান্ড। 

সিলেটের আউটার স্টেডিয়ামে শনিবার বাংলাদেশকে ৫৯ রানে হারিয়েছে ভারত। ব্যাট হাতে দুর্দান্ত শুরু এনে দিয়ে ভারতকে জয়ের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। 

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক স্মৃতি। দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯১ রান করে তারা। ৪৭ রান করে রান আউট হয়ে ফেরেন স্মৃতি। 

এরপর রানের গতি কিছুটা কমলেও ফিফটি তুলে নেন শেফালি ভার্মা। ৫৫ রান করা শেফালিকে বোল্ড করেন রুমানা আহমেদ। রিচা ঘোষকেও আউট করেন তিনি। তবে রানের চাকা সচল রাখেন জেমিমা রদ্রিগেজ। ২৪ বলে ৩৫ রান করে তিনি প্রথম ইনিংসে ভারতকে এনে দেন ১৫৯ রানের সংগ্রহ। 

১৬০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় কখনোই তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৪৫ রান এলেও রান উঠেছে খুব ধীর গতিতে। ২৫ বলে ২১ রান করে ফেরেন মুর্শিদা। ৩০ রান করে দীপ্তি শর্মার বলে ক্যাচ হয়ে আউট হন ফারজানা। 

শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা ২৯ বলে ৩৬ রান করলেও তা ম্যাচ জয়ের ধারেকাছেও নিতে পারেনি বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে ১০০ রানে থামে টাইগ্রেসদের ইনিংস। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন দীপ্তি ও শেফালি। 

Provaati
    দৈনিক প্রভাতী