বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাইয়ের মরদেহ নিয়েই ফিরলেন নিতি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

ভাইয়ের-মরদেহ-নিয়েই-ফিরলেন-নিতি

ভাইয়ের-মরদেহ-নিয়েই-ফিরলেন-নিতি

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে হিমালয় চন্দ্র রায় নামে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নৌকাডুবির পর নিখোঁজ ছিলেন।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হিমালয়ের মরদেহ উদ্ধার করেন। মৃত হিমালয় পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী খোলাপাড়া এলাকার বীরেন চন্দ্র রায়ের ছেলে। তিনদিন ধরে নদীর ঘাটে হিমালয়ের খোঁজে ঘুরছিলেন তার বোন নিতি রানী। ভাইকে না নিয়ে বাড়ি ফিরতে চাননি তিনি। অবশেষে ভাইয়ের মরদেহ নিয়েই বাড়ি ফেরেন নিতি।

হিমালয় গত রোববার স্ত্রী বন্যা এবং স্বজনদের সঙ্গে বোদেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় ভয়াবহ নৌকাডুবিতে নিখোঁজ হন হিমালয়। ভাগ্যক্রমে বেঁচে তীরে ওঠেন স্ত্রী বন্যা। হিমালয়ের সঙ্গে নিখোঁজ হন তার মাসী সিমলা, সফলতা এবং মামাতো বোন আঁখি। গত তিনদিনে একে একে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরপর আদরের ভাই হিমালয়ের জন্য অপেক্ষায় ছিলেন বোন নিতিসহ তার স্বজনরা।

এ বিষয়ে নিতি রানী বলেন, নৌকাডুবির পরদিন থেকেই ভাইয়ের খোঁজের অপেক্ষায় ছিলাম। আমার ভাইকে না নিয়ে বাড়ি ফিরবো না বলে পণ করেছিলাম। আমার সেই ভাইকে পাইনি। তবে পেয়েছি তার নিথর দেহ।

এ নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মধ্যে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জন নারী, ২১ জন শিশু এবং ১৮ জন পুরুষ রয়েছেন। তবে এখনো দুইজন পুরুষ ও এক শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় জানান, একজন মানুষ নিখোঁজ থাকলেও অভিযান অব্যাহত থাকবে।

Provaati
    দৈনিক প্রভাতী