সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টিতে পণ্ড শেষ ম্যাচ, সিরিজ ইংল্যান্ডের

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১১ ১১ ০২  

বৃষ্টিতে-পণ্ড-শেষ-ম্যাচ-সিরিজ-ইংল্যান্ডের

বৃষ্টিতে-পণ্ড-শেষ-ম্যাচ-সিরিজ-ইংল্যান্ডের

অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিলো এই ম্যাচ জিতে সুখকর স্মৃতি নিয়ে বিশ্বকাপে ফেরা। তবে বৃষ্টি বাঁধায় সেটা হলো না। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়েছে বৃষ্টিতে। আর তাতেই প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজ পকেটে পুরেছে ইংল্যান্ড।

শনিবার (১৫ অক্টোবর) ক্যানবেরাতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১১৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংল্যান্ড। এই রান তারা করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অজিরা। এক পর্যায়ে ১৭ রানেই তিন উইকেট হারিয়ে বসে তারা।

সেখান থেকে অস্ট্রেলিয়াকে টেনে তোলার চেষ্টা করেন স্টিভ স্মিথ ও মার্কোস স্টইনিস। তবে তাদের বেশিক্ষণ ব্যাটিং করতে দেননি বৃষ্টি। ৩.৫ ওভার চলাকালেই বৃষ্টির হানা। আর তাতেই পরিত্যক্ত ঘোষণা করা হয় দুই দলের শেষ টি-টোয়েন্টি।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। জস হ্যাজেলউডের বলে শূন্য রানে ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেক্স হেলস। এরপর জস বাটলার এবং ডেভিড মালান মিলে ৫৬ দারুণ এক জুটি গড়েন।

মালান ১৯ বলে ২৩ রানের ইনিংস খেলে ফিরলে ভাঙে এই জুটি। এরপর আর কোন উইকেট হারায়নি ইংল্যান্ড। তাতে বাটলারের অপরাজিত ৬৫ রানে ভর করে শেষ পর্যন্ত ১২ ওভারে ১১২ রানের পুঁজি পায় সফরকারীরা। অন্যপ্রান্তে বেন স্টোকস অপরাজিত ছিলেন ১৭ রানে।

Provaati
    দৈনিক প্রভাতী