মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বুমরাহর জায়গায় ডাক পেলেন সিরাজ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

বুমরাহর-জায়গায়-ডাক-পেলেন-সিরাজ

বুমরাহর-জায়গায়-ডাক-পেলেন-সিরাজ

চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি। বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া সিরিজে দলে ফিরেছিলে জাসপ্রিত বুমরাহ। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের শুরুতেই পিঠের চোটে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলে ডাকা হয়েছে মোহাম্মদ সিরাজকে।

রোববার দ্বিতীয় টি-২০র আগে সিরাজ আজ গৌহাটিতে স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন। ভারতের টেস্ট দলে নিয়মিত মুখ হলেও সিরাজ সর্বশেষ ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে ভারতের হয়ে একটি টি-২০তে খেলেছিলেন। এবার টি-২০ বিশ্বকাপের ঠিক আগে আবার তার জায়গা হলো দলে।

এর আগে বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তখন রোহিত শর্মা জানান, ভারতীয় পেসারের ছোট একটা চোট আছে। এ অবস্থায় নতুন খবর- পিঠে মারাত্মক চোট রয়েছে বুমরাহর। ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্র পিটিআইকে নিশ্চিত করেছে যে চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। টি-২০ বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজাও।

দ্বিতীয় এবং তৃতীয় টি-২০র জন্য ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), আর অশ্বিন, যুবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, আর্শদীপ সিং, হার্শাল প্যাটেল, দীপক চাহার, উমেশ যাদব, শ্রেয়স আইয়ার, শাহবাজ আহমেদ, মোহাম্মদ সিরাজ।

Provaati
    দৈনিক প্রভাতী