বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বুন্দেসলিগায় আবার পয়েন্ট হারাল বায়ার্ন

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০২  

বুন্দেসলিগায়-আবার-পয়েন্ট-হারাল-বায়ার্ন

বুন্দেসলিগায়-আবার-পয়েন্ট-হারাল-বায়ার্ন

ফরাসি টিনএজার মাথিস টেল গোল করলেও জয়ের স্বাদ পায়নি বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় শনিবার ঘরের মাঠে স্টুটগার্টের সঙ্গে ২-২ গোলে ড্র করে আবারো পয়েন্ট হারিয়েছে বাভারিয়ান্সরা। এই নিয়ে লিগে টানা তৃতীয় ম্যাচে ড্রয়ের মুখ দেখলো বর্তমান চ্যাম্পিয়নরা। 

মিউনিখের ম্যাচটি ছিল এবারের মৌসুমে টেলের দ্বিতীয়বার মূল একাদশে খেলা। বিরতির আগে তার গোলে যখন বায়ার্ন এগিয়ে যায় তখন ক্লাবের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়ে ফেলেছেন ফ্রান্সের ১৭ বছর বয়সী এই অ্যাটাকার।

১৭ বছর ১৩৬ দিন বয়সে গোল করে টেল আগের রেকর্ডধারী জামাল মুসিয়ালার চেয়ে ৬৯ দিন কম বয়সে নতুন রেকর্ড গড়েছেন। দুই বছর আগে শালকের বিপক্ষে মুসিয়ালা এই রেকর্ড গড়েছিলেন। 

৩৬ মিনিটে স্টুটগার্টের জেদী রক্ষণভাগকে ভাঙ্গতে সমর্থ হন টেল। আলফনসো ডেভিসের দারুণ এক পাসে গোলরক্ষক ফ্লোরিয়ান মুয়েলারকে পরাস্ত করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সেরহু গুইরাসের গোলে সমতা ফিরিয়েছিলে স্টুটগার্ট। কিন্তু ভিএআর প্রযুক্তি নিশ্চিত করে গোলটির আগে জসুয়া কিমিচকে ফাউল করা হয়েছিল। যদিও আর বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের।

৫৭ মিনিটে ক্রিস ফুয়েরিচের রকেট গতির শট আটকানোর সাধ্য ছিলনা ম্যানুয়েল নয়্যারের। ৬০ মিনিটে ১৯ বছর বয়সী মুসিয়ালা দুজনকে ডিফেন্ডারকে কাটিয়ে বায়ার্নকে আবারো এগিয়ে দেন। মৌসুমে এটি মুসিয়ালার তৃতীয় গোল।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স রিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বায়ার্ন বেশ কিছু পরিবর্তন করে। কিন্তু ইনজুরি টাইমে মাথিস ডি লিটের ফাউলে প্রাপ্ত পেনাল্টি থেকে গুইরাসি কোন ভুল করেননি। এর মাধ্যমে মৌসুমে ষষ্ঠ ম্যাচে পঞ্চম ড্র নিশ্চিত করলো স্টুটগার্ট। 

Provaati
    দৈনিক প্রভাতী