সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপে বাংলাদেশ ‘বিশেষ কিছু’ করবে: মুশফিক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৪ ০২ ০২  

বিশ্বকাপে-বাংলাদেশ-বিশেষ-কিছু-করবে-মুশফিক

বিশ্বকাপে-বাংলাদেশ-বিশেষ-কিছু-করবে-মুশফিক

ত্রিদেশীয় সিরিজে একটি জয়ের মুখও দেখতে পারেনি বাংলাদেশ।  নিয়ম রক্ষার শেষ ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে হেরেছে টাইগাররা। বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচে হারলেও আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ বিশেষ কিছু করবে বলে বিশ্বাস করেন টি-২০ থেকে অবসর নেয়া মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের কিছুক্ষণ পরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মুশফিক। সেখানে সাকিব এবং লিটনের প্রশংসা করেছেন টাইগারদের তারকা ব্যাটার মুশফিক। 

 

মুশফিক লিখেছেন, আমাদের অধিনায়কের ফের দুর্দান্ত নক, তারপর ক্লাসি লিটন। যদিও আমরা ম্যাচটা হেরেছি কিন্তু ইনশাআল্লাহ আমরা উন্নতি করছি এবং সঠিক সময়ে বাছাই করছি। এখন শুধু তিনটা বিভাগে এক সঙ্গে ভালো করতে হবে। আমরা বিশেষ কিছু করব আসন্ন বিশ্বকাপে।

নিউজিল্যান্ডের মিশন শেষ, টাইগারদের পরের গন্তব্য অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। সেখানে আগামী ১৭ অক্টোবরে প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। এরপর ১৯ তারিখ শেষ প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সাকিবের দল। তারপরই ২৪ অক্টোবর শুরু বিশ্বকাপ মিশন।

Provaati
    দৈনিক প্রভাতী