রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপে ফ্রান্সের জন্য বড় দুঃসংবাদ!

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০১  

বিশ্বকাপে-ফ্রান্সের-জন্য-বড়-দুসংবাদ

বিশ্বকাপে-ফ্রান্সের-জন্য-বড়-দুসংবাদ

দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। আর মাত্র মাসখানেকের অপেক্ষা। তবে তার আগেই ভেসে আসছে একের পর এক চোটের খবর। যার সর্বশেষ সংযোজন ফ্রান্সের মাঝমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় এনগোলো কান্তে।

চোটের কারণে বিশ্বকাপে অনিশ্চিতের কাতারে চলে গেছেন কান্তে। অনুশীলনে চোট পেয়ে দোলাচলের পাল্লায় কান্তের বিশ্বকাপ ভাগ্য। এই ইনজুরিতে কয়েকমাসের জন্য কান্তেকে দলের বাইরে থাকতে হতে পারে, এমনটাই জানিয়েছে ফরাসি গণমাধ্যম লেকিপ।

হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে চলতি মৌসুম শুরুর পরপরই ছিটকে যান কান্তে। এরপরও তাকে নিয়ে আশাবাদী ছিলেন তখনকার চেলসি বস টমাস টুখেল। তবে সুস্থ হয়ে অনুশীলনে ফেরার পর আবারও ইনজুরিতে পড়েন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

কান্তের আগে ইনজুরিতে পরেছিলেন দলের অন্যতম ভরসা পল পগবা। তার বিশ্বকাপ খেলা একপ্রকার অনিশ্চিত। তবে মিরাকল কিছু ঘটে গেলে সেটার জন্য ডেডলাইন ৯ নভেম্বর। এর মধ্যে ফিট হলেই কেবল বিশ্বকাপ খেলতে পারবেন পগবা ও কান্তে।

ফিট হলেও এই দুজনের জন্য আরও একটি পরীক্ষা অপেক্ষা করছে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম আগেই জানিয়ে দিয়েছেন, এবারের বিশ্বকাপ দলে সুযোগ পেতে হলে ফিটনেসের পরীক্ষায় উতরে যেতে হবে সবাইকে। নয়তো দলে সুযোগ মিলবে না।

কোচের এই কঠোর নিয়মের কারণেই আটকে যেতে পারেন কান্তে। কেননা, চলতি বছরের জুনের পর থেকে আর কোনো ম্যাচে মাঠে নামতে পারেননি কান্তে। ফিটনেস পরীক্ষায় কতটা কী করতে পারবেন সেটাই প্রশ্ন হয়ে থাকলো। তার আগে সুস্থ হয়ে ওঠাই বড় বিষয় এখন।

Provaati
    দৈনিক প্রভাতী