বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপে থাকা না থাকার শংকায় রিয়াদ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০২  

বিশ্বকাপে-থাকা-না-থাকার-শংকায়-রিয়াদ

বিশ্বকাপে-থাকা-না-থাকার-শংকায়-রিয়াদ

আসন্ন টি-২০ বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের আগে স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদের থাকা নিয়ে শংকা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত তার বদলে ঢুকে যেতে পারেন ইয়াসির আলী রাব্বি। 

সোমবার শের ই বাংলা স্টেডিয়ামে ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথায় এমনটাই আভাষ পাওয়া গেল। তবে ম্যাচ আবহে অনুশীলনেও সবার চোখ ছিল রিয়াদের ওপর। রিয়াদ কখন নামবেন।

কিন্তু সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকতরা ব্যাট করলেও তখন নামেননি রিয়াদ। তবে শেষের দিকে বিকেলে ব্যাট হাতে দেখা মিললো রিয়াদের। উইকেটে গিয়ে দারুণ ব্যাটিং করেন এ অভিজ্ঞ ব্যাটার। প্রস্তুতি পর্বে সর্বোচ্চ ৪৮ রানও এসেছে তার ব্যাট থেকে। 

বিশ্বকাপে থাকা না থাকা নিয়ে বাংলাদেশের ডিরেক্টর খালেদ মাহমুদ বলেন, ‘রিয়াদ থাকবে কি থাকবে না- এখনই বলা কঠিন। সাদা বলের ক্রিকেটে রিয়াদ এখনও আমাদের গুরুত্বপূর্ণ অংশ। সে এখনও ক্যাম্পে আছে। এখনও চিন্তা করিনি তা না, চিন্তা আছে মাথায়। তবে এখনও সিদ্ধান্ত নেইনি। দল করার সময় সিদ্ধান্ত হবে রিয়াদ থাকবে কি থাকবে না বা রিয়াদকে আমাদের দলে প্রয়োজন আছে কি না। তবে এটুকু বলি, রিয়াদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

দল নির্বাচনী সভায় রিয়াদের বিষয়টি বেশ ভালোভাবে উত্থাপিত হবে, এমন আভাস সুজনের কণ্ঠে, ‘রিয়াদ কেন সুযোগ পাবে বা কেন সুযোগ পাবে না- এসব নিয়ে আলোচনা হওয়া ভালো। রিয়াদ যে অটোমেটিক চয়েজ না- সেটাও বলা যাবে না। আমাদের সবকিছু নিয়েই চিন্তা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজকেই বলছিলাম, অস্ট্রেলিয়ায় (২০১৫ সালে) ইংল্যান্ডকে যখন হারালাম রিয়াদের সেঞ্চুরি অবিশ্বাস্য ছিল। ইংল্যান্ডের মাটিতে (২০১৭ সালে) সাকিব-রিয়াদের জুটিতে নিউজিল্যান্ডকে হারালাম। রিয়াদের এমন কিছু ইনিংস আছে যেখানে ও একাই বাংলাদেশকে জিতিয়েছে। এমন একটা খেলোয়াড়কে হুট করে ‘নো’ বলতে পারবেন না।’

সুজন আরো বলেন, ‘দিনশেষে বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন আমরা সেটাই করবো। রিয়াদ যেহেতু এখনও এই ফরম্যাট খেলে, এখনও সে আর দশটা খেলোয়াড়ের মতোই। তার অভিজ্ঞতা আছে, তবে কার অভিজ্ঞতা আছে। কার নেই এটার ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। রিয়াদ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাব্বিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাই জাতীয় দলের খেলোয়াড়। একটা ছেলে এত বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে। তবে এটাও সত্য সারাজীবন কেউ থাকবে না, খুব স্বাভাবিক। তবে তাদের সার্ভিসকে আমরা সবসময় মূল্যায়ন করতে চাই।’

Provaati
    দৈনিক প্রভাতী