সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপে ডি মারিয়াকে পাচ্ছে আর্জেন্টিনা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ১০ ১০ ০২  

বিশ্বকাপে-ডি-মারিয়াকে-পাচ্ছে-আর্জেন্টিনা

বিশ্বকাপে-ডি-মারিয়াকে-পাচ্ছে-আর্জেন্টিনা

চ্যাম্পিয়ন্স লিগে চোট পাওয়ার পর অ্যাঞ্জেল ডি মারিয়ার বিশ্বকাপে খেলা নিয়ে কিছুটা শঙ্কা জেগেছিলো। তবে তা কিছুটা কমেছে। সব ঠিক থাকলে বিশ্বকাপে ডি মারিয়াকে পাচ্ছে আর্জেন্টিনা।

ডি মারিযার চোটের পর তার অবস্থা দেখে অনেকেই হয়তো ভেবেছিলো, আর্জেন্টাইন উইঙ্গারের বিশ্বকাপ কার্যত শেষ। তবে সেই শঙ্কা দূর করেছে তার ক্লাব জুভেন্টাস। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সুখবর।

ঊরুর চোট পরীক্ষা-নিরীক্ষার পর জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরের শুরু পর্যন্ত বাইরে থাকতে হবে আর্জেন্টাইন মিডফিল্ডারকে। অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে।

চলতি বছরের ২০ নভেম্বর মাঠে গড়াবে বিশ্বকাপের আগামী আসর। তাই প্রত্যাশিত সময়ে ফিরলেও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় ফর্ম নিয়ে খানিকটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। তবে তিনি খেলবেন এটা একপ্রকার নিশ্চিত।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১১ অক্টোবর) ম্যাকাবি হাইফার বিপক্ষে জুভেন্টাসের ২-০ গোলে হারের ম্যাচে প্রথমার্ধে ঊরুর পেশিতে অস্বস্তি অনুভব করায় দৌড়াতে দৌড়াতে ২৪তম মিনিটে হঠাৎ থেমে যান তিনি। 

এরপর হাত দিয়ে চেপে ধরেন ডান ঊরু। এরপর ইশারা করেন ডাগআউটের দিকে। খানিকবাদে মাঠ থেকে বের হয়ে যান তিনি। খুবই হতাশ ও বিধ্বস্ত মনে হচ্ছিলো ৩৪ বছর বয়সী এই তারকাকে।

৩৪ বছর বয়সী মিডফিল্ডারের স্ক্যান করা হয়েছে। জুভেন্টাস তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘অ্যাঞ্জেল ডি মারিয়ার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। যাতে তার ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে লো গ্রেড ক্ষত ধরা পড়েছে।’

ডি মারিয়ার মাঠে ফিরতে তিন সপ্তাহের খানিক বেশি সময় লাগবে জানিয়ে ক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়, ‘পুরোপুরি সেরে উঠতে খেলোয়াড়ের ২০ দিনের মতো সময় লাগবে।’

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে আর্জেন্টিনার। ‘সি’ গ্রুপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

Provaati
    দৈনিক প্রভাতী