মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্ট ছেলের চিৎকারে ঘুম ভাঙলে মায়ের

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

বিদ্যুৎস্পৃষ্ট-ছেলের-চিৎকারে-ঘুম-ভাঙলে-মায়ের

বিদ্যুৎস্পৃষ্ট-ছেলের-চিৎকারে-ঘুম-ভাঙলে-মায়ের

সম্পর্কিত খবর বিদ্যুৎস্পৃষ্টে বাবা বেঁচে গেলেও প্রাণ হারালেন ছেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে অসীম বাবু নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের দেভল পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।  শিশু অসীম বাবু ওই এলাকার নিশিকান্ত বর্মনের ছেলে।

দেবীডুবা ইউপির চেয়ারম্যান পরেশ চন্দ্র বর্মন বলেন, মঙ্গলবার দুপুরে নিজের শয়ন কক্ষের ট্রাঙ্কের উপরে রাখা একটি মাল্টিপ্লাগে টেবিল ফ্যানের সংযোগ দিয়ে যায় অসীম বাবু। এ সময় মাল্টিপ্লাগে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে চিৎকার করে মাটিয়ে পড়ে সে। ওই সময় কক্ষে ঘুমিয়ে ছিলেন তার মা সুমিত্রা রানী। পরে অসীমের চিৎকারে তার ঘুম ভাঙলে তিনিও চিৎকার করে বাড়ির সদস্যদের ডাকতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অসীমকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী