বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাবর-রিজওয়ানকে স্বার্থপর বলে সরিয়ে দেওয়ার দাবি আফ্রিদির!

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

বাবর-রিজওয়ানকে-স্বার্থপর-বলে-সরিয়ে-দেওয়ার-দাবি-আফ্রিদির

বাবর-রিজওয়ানকে-স্বার্থপর-বলে-সরিয়ে-দেওয়ার-দাবি-আফ্রিদির

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান হারার পর থেকেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে চলেছে সমালোচনার ঝড়। এই দুই পাক ওপেনারের স্ট্রাইক রেট নিয়ে নানা মন্তব্য করছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞরা। তবে বৃহস্পতিবার রেকর্ড জুটি গড়ে সেই সমালোচনার জবাব দিয়েছেন এই দুই ব্যাটার, জিতিয়েছেন দলকেও।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইংল্যান্ডের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রেকর্ড রানের জুটি গড়েন রিজওয়ান ও বাবর। ব্যাট হাতে আরো একবার নিজেদের যোগ্যতার জানান দিয়েছেন তারা। দারুণ এই পারফরম্যান্স দেখিয়ে সমালোচকদের খোঁচা দিয়েছেন চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া শাহিন শাহ আফ্রিদি।

টুইটারে সমালোচকদের দিকে আঙুল ছোঁড়ে শাহিন আফ্রিদি বলেন, ‘স্বার্থপর বাবর-রিজওয়ানকে সরিয়ে দাও। আমার মনে হয়, সময় হয়েছে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দেওয়ার। এত স্বার্থপর ক্রিকেটার দুজন! ঠিকভাবে খেললে তো ম্যাচ ১৫ ওভারেই শেষ হয়ে যেত। অথচ দুজন শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে গেছে। এটা নিয়ে আন্দোলন করা উচিত, তাই না?’

সতীর্থের এমন অর্জনে নিজেকে গর্বিত মনে করেন শাহিন। বাবর ও রিজওয়ানকে কিং ও সুপারম্যান তকমা দিয়ে তিনি বলেন, ‘এই পাকিস্তান দলকে নিয়ে আমি দারুণভাবে গর্বিত। পাকিস্তান ক্রিকেটের কিং বাবর আজম ও পাকিস্তানের সুপারম্যান মোহাম্মদ রিজওয়ান।’

Provaati
    দৈনিক প্রভাতী